Ajker Patrika

না ফেরার দেশে রিয়াল কিংবদন্তি পাকো হেন্তো

না ফেরার দেশে রিয়াল কিংবদন্তি পাকো হেন্তো

না ফেরার দেশে পাড়ি জমালেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি ফ্রান্সিসকো পাকো হেন্তো। আজ বিকেলে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। হেন্তোর বয়স হয়েছিল ৮৮ বছর। 

১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন হেন্তো। একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জিতেছেন তিনি। সবচেয়ে বেশি আটবার ফাইনাল খেলার রেকর্ডটিও তাঁর, যাতে ভাগ রয়েছে পাওলো মালদিনির। 

রিয়ালের হয়ে ৬০০ ম্যাচে ১৮২ গোল করেছেন লেফট উইঙ্গার হেন্তো। এ ছাড়া দলটির হয়ে ১২টি লিগ, দুটি কোপা দেল রে এবং একটি ইন্টারন্যাশনাল কাপ জিতেছেন হেন্তো। সব মিলিয়ে ক্লাবের রেকর্ড ২৩টি শিরোপার জয়ের সঙ্গী হেন্তো। কদিন আগে তাঁর এই রেকর্ড স্পর্শ করেছেন মার্সেলো। 

জাতীয় দল স্পেনের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন হেন্তো। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি। 

রিয়ালের হয়ে ছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন পাকো হেন্তোহেন্তো মৃত্যুতে স্ত্রী মারি লুজ, সন্তান ফ্রাঙ্কিসকো ও জুলিও এবং নাতনী আইতানা ও কানডেলার প্রতি সমবেদনা জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। 

আলফ্রেডো ডি স্টেফানোর মৃত্যুর পর ক্লাবের অনারারি প্রেসিডেন্ট (অবৈতনিক সভাপতি) হন হেন্তো। দুই বন্ধু মিলে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, যা এখনো কেউ করে দেখাতে পারেনি। আগামী রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের বিপক্ষে ম্যাচে হেন্তোকে শ্রদ্ধা জানাবে রিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত