না ফেরার দেশে পাড়ি জমালেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি ফ্রান্সিসকো পাকো হেন্তো। আজ বিকেলে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। হেন্তোর বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন হেন্তো। একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জিতেছেন তিনি। সবচেয়ে বেশি আটবার ফাইনাল খেলার রেকর্ডটিও তাঁর, যাতে ভাগ রয়েছে পাওলো মালদিনির।
রিয়ালের হয়ে ৬০০ ম্যাচে ১৮২ গোল করেছেন লেফট উইঙ্গার হেন্তো। এ ছাড়া দলটির হয়ে ১২টি লিগ, দুটি কোপা দেল রে এবং একটি ইন্টারন্যাশনাল কাপ জিতেছেন হেন্তো। সব মিলিয়ে ক্লাবের রেকর্ড ২৩টি শিরোপার জয়ের সঙ্গী হেন্তো। কদিন আগে তাঁর এই রেকর্ড স্পর্শ করেছেন মার্সেলো।
জাতীয় দল স্পেনের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন হেন্তো। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।
হেন্তো মৃত্যুতে স্ত্রী মারি লুজ, সন্তান ফ্রাঙ্কিসকো ও জুলিও এবং নাতনী আইতানা ও কানডেলার প্রতি সমবেদনা জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।
আলফ্রেডো ডি স্টেফানোর মৃত্যুর পর ক্লাবের অনারারি প্রেসিডেন্ট (অবৈতনিক সভাপতি) হন হেন্তো। দুই বন্ধু মিলে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, যা এখনো কেউ করে দেখাতে পারেনি। আগামী রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের বিপক্ষে ম্যাচে হেন্তোকে শ্রদ্ধা জানাবে রিয়াল।
না ফেরার দেশে পাড়ি জমালেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি ফ্রান্সিসকো পাকো হেন্তো। আজ বিকেলে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। হেন্তোর বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন হেন্তো। একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জিতেছেন তিনি। সবচেয়ে বেশি আটবার ফাইনাল খেলার রেকর্ডটিও তাঁর, যাতে ভাগ রয়েছে পাওলো মালদিনির।
রিয়ালের হয়ে ৬০০ ম্যাচে ১৮২ গোল করেছেন লেফট উইঙ্গার হেন্তো। এ ছাড়া দলটির হয়ে ১২টি লিগ, দুটি কোপা দেল রে এবং একটি ইন্টারন্যাশনাল কাপ জিতেছেন হেন্তো। সব মিলিয়ে ক্লাবের রেকর্ড ২৩টি শিরোপার জয়ের সঙ্গী হেন্তো। কদিন আগে তাঁর এই রেকর্ড স্পর্শ করেছেন মার্সেলো।
জাতীয় দল স্পেনের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন হেন্তো। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।
হেন্তো মৃত্যুতে স্ত্রী মারি লুজ, সন্তান ফ্রাঙ্কিসকো ও জুলিও এবং নাতনী আইতানা ও কানডেলার প্রতি সমবেদনা জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।
আলফ্রেডো ডি স্টেফানোর মৃত্যুর পর ক্লাবের অনারারি প্রেসিডেন্ট (অবৈতনিক সভাপতি) হন হেন্তো। দুই বন্ধু মিলে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, যা এখনো কেউ করে দেখাতে পারেনি। আগামী রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের বিপক্ষে ম্যাচে হেন্তোকে শ্রদ্ধা জানাবে রিয়াল।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে