Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফির জট তাহলে খুলবে কবে

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। ছবি: সংগৃহীত

আইসিসির সভা স্থগিত হলো গতকালও। ফলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এদিনও। টুর্নামেন্ট নিয়ে আগে যে অনিশ্চয়তা ছিল, সেটি রয়েই গেল।

এর আগে ৫ ডিসেম্বর স্থগিত হয়েছিল আইসিসির সভা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভার নতুন তারিখ পড়ায় আশা করা হয়েছিল, পরের সভায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু আগের মতো এদিনও সভা হয়নি, আসেনি সিদ্ধান্ত। মাঝখানে অবশ্য খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজনে রাজি পাকিস্তান। টুর্নামেন্টের মোট ১৫ ম্যাচের ৫টি হবে পাকিস্তানের বাইরে আরব আমিরাতে। যার মধ্যে আছে গ্রুপ পর্বে ভারতের ৩ ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল।

পাকিস্তান অবশ্য শর্ত সাপেক্ষে চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনে রাজি হয়েছে। তাদের শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল, আগামী কয়েক বছরে আইসিসির বৈশ্বিক যেসব আসর বসবে, সেসবও হতে হবে হাইব্রিড মডেলে, যাতে ভারতে না গিয়ে পাকিস্তান টুর্নামেন্টে খেলতে পারে। কিন্তু পাকিস্তানের এমন শর্তে সাড়া দেয়নি ভারত। তাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভীকে উদ্ধৃত করে ২৪১ নিউজএইচডি চ্যানেলের খবরে আইসিসির সভা স্থগিত হওয়ার তথ্য জানানো হয়েছে। লাহোরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রচেষ্টা এমন সিদ্ধান্তে পৌঁছানোর, যা পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট উভয়ের জন্যই লাভজনক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত