Ajker Patrika

টি-টোয়েন্টির দাপটের পরও টেস্ট রোমাঞ্চ হারিয়ে যাওয়ার নয়

ক্রীড়া ডেস্ক    
বোল্ড হওয়ার পর হতাশায় মুষড়ে পড়া সিরাজকে সান্ত্বনা দেন জো রুট ও জ্যাক ক্রলি । লর্ডসে ভারতের হারের পর। ছবি: ফাইল ছবি
বোল্ড হওয়ার পর হতাশায় মুষড়ে পড়া সিরাজকে সান্ত্বনা দেন জো রুট ও জ্যাক ক্রলি । লর্ডসে ভারতের হারের পর। ছবি: ফাইল ছবি

টি-টোয়েন্টির আবির্ভাবের পর অনেকে আশঙ্কা করেছিলেন, টেস্ট ক্রিকেটের দিন বুঝি ফুরিয়ে গেল!

২০ ওভারের ক্রিকেটেই যেখানে উচ্ছ্বাস-হতাশা, আনন্দ-বেদনার জমাট গল্প, সেখানে পাঁচ দিনের ক্রিকেট মাঠে গিয়ে দেখবে কে! বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা বিচ্ছিন্নভাবে লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও হারিয়ে যায়নি টেস্ট ক্রিকেট। সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ডের লর্ডস টেস্ট কিংবা অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকা টেস্ট যেন বলছে—টেস্টের আবেদন ছিল, আছে এবং থাকবে।

টি-টোয়েন্টির আবির্ভাবের ক্রিকেট খেলুড়ে দেশে দেশে শুরু হয়েছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ; যা এই সংস্করণে তুমুল জনপ্রিয়তারই পরিচায়ক। কিন্তু এখনো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ কিংবা বোর্ডার-গাভাস্কার সিরিজের ম্যাচে গ্যালারিতে থাকে দর্শকসমাগম। এই যে এখন চলছে ভারত-ইংল্যান্ডের টেস্ট লড়াই, এই লড়াইয়েও দর্শক আসছে মাঠে।

ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের কোচ হয়ে আসার পর আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। তাদের এই ‘বাজবল ক্রিকেট’ কখনো কখনো তাদের পরাজয়ের কারণও হয়েছে, কিন্তু অনেক ক্রিকেট পণ্ডিতের অভিমত—এই সময়ের সাদা পোশাকের ক্রিকেটটা এমনই হওয়া উচিত; বিশেষ করে ২০২৩ অ্যাশেজের স্মৃতি অনেক মানুষের মনে এখনো তরতাজা। পাঁচ দিনের খেলা ঠিকভাবে পরিচালিত হলে টেস্টই সবচেয়ে উত্তেজনাপূর্ণ সংস্করণ—সেই অ্যাশেজ যেন এ কথাই বলে!

শুধু কি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কিংবা ভারত-ইংল্যান্ড; এক পরিসংখ্যান দেখাচ্ছে, ২০২৩-২৫ টেস্ট চক্রে অস্ট্রেলিয়া-পাকিস্তান, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচেও দর্শক উপস্থিতির হার বেড়েছে। ব্যাট-বলের টান টান লড়াই, চতুর্থ ইনিংসে রানতাড়ার রোমাঞ্চ আর স্পিন-বাউন্সের ভারসাম্যও যেন টেস্ট ক্রিকেটে প্রাণ ফিরিয়ে এনেছে। উইকেট সঠিকভাবে অনুধাবন করতে পারা এবং সে অনুযায়ী খেলার কৌশল সাজানোটাও এখন টেস্টে লড়াইয়ে জেতার আবশ্যিক অনুষঙ্গ হয়ে উঠছে। ক্রিকেটারদের শাণিত পারফরম্যান্সের কারণে অনেক টেস্ট এখন নিষ্পত্তি হয়ে যাচ্ছে ম্যাচ পাঁচ দিনে গড়ানোর আগেই। আর পাঁচ দিনে গড়ালেও তাতে থাকছে ‘কী হয়’, ‘কী হয়’ এমন উত্তেজনা।

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাচ্ছে আইসিসি। গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ড খেলেছে ৪ দিনের টেস্ট। টেস্ট ম্যাচের সময়ের ব্যাপ্তি কমিয়ে আনা ছাড়া আরও অনেক বিষয়ে কাজ করছে আইসিসি। অনেকে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট কাঠামো চালু নিয়েও কথা বলছেন। যদিও এই কাঠামো নিয়ে আইসিসির সদস্য অনেক দেশের আপত্তি আছে। তবে লড়াইয়ের তীব্রতা এবং আকর্ষণের কথা মাথায় রেখে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলো নিজেদের মধ্যে বেশি বেশি টেস্ট খেলার পক্ষে। আকর্ষণ ও লড়াইয়ের তীব্রতা সেখানে বেশি থাকায় সেটি বাণিজ্যিকভাবেও হবে খুব লাভজনক।

বাণিজ্যের কথা বললে আবার টি-টোয়েন্টিই আসে সবার আগে। কিন্তু খেলার সৌন্দর্য, কৌশল আর ধৈর্যের পরীক্ষা যেখানে একসঙ্গে মেলে, তা কেবল টেস্টেই সম্ভব। এর সঙ্গে খেলার উত্তেজনা থাকলে তো কথাই নেই। সেই উত্তেজনাই ক্রিকেটপ্রেমীরা দেখতে পেয়েছেন ভারত-ইংল্যান্ডের চলতি সিরিজে। তাই এখন বলাই যায়, টেস্ট রোমাঞ্চ হারিয়ে যাওয়ার নয়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত