ক্রীড়া ডেস্ক
নিজেদের নতুন সংগীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। ৩ মিনিট ১ সেকেন্ডের যে গান তারা তৈরি করেছে, সেই মিউজিকের বেশির ভাগ অংশজুড়ে ছিল শুধু ভারত। এমনকি সেই মিউজিকে দেখা গেছে জিম্বাবুয়েকেও। যেখানে বাংলাদেশের চিহ্নমাত্র নেই!
আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নতুন সংগীত প্রকাশ করেছে। তারা ক্যাপশনে লিখেছে, ‘এটি একটি অনন্য গান, যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী লোর্ন বাফে।’
১৮১ সেকেন্ডের ভিডিওতে শুধু মিউজিকই শোনা গেছে। ভিডিওচিত্রে পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটারদের দেখা গেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি ইভেন্টগুলোয় ম্যাচের চিত্র, দর্শকদের উন্মাদনা কেমন হয়, সেগুলো দেখানো হয়েছে। ভিডিওতে কমপক্ষে ২১ বার ছিল ভারতের উপস্থিতি। চোখের পলক ফেলতে না ফেলতেই শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, ভারতীয় ভক্ত-সমর্থকদের দেখা গেছে আইসিসির ভিডিওতে।
যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বের উন্মাদনা, সেটাও আইসিসির ভিডিওতে বারবার দেখানো হয়েছে। দেখা গেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমনকি জিম্বাবুয়েকেও। তবে এক সেকেন্ডের জন্যও আইসিসির এই সংগীতায়োজনে দেখা যায়নি বাংলাদেশকে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিনা একটি পূর্ণ সদস্য, বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড। নতুন গান প্রকাশের পর আইসিসিকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা করছেন নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন, ‘গানের সম্পাদক নিশ্চয়ই ভারতীয়!’ কারও মতে এটা ‘ভারতীয় ক্রিকেটের সংগীত’! কেউ একজন প্রশ্ন করেছেন, ‘শুধু ভারতই কি আছে এই ভিডিওতে?’
আইসিসির নতুন এই ‘অ্যানথেম’ দেখে কেউ কেউ তো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলেও মন্তব্য করেছেন! রসিকতাকে কেউ আবার অন্য মাত্রায় নিয়ে গেছেন, ‘যদি এমন হতো শুধু ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া খেলবে। বাকিরা তাদের সঙ্গে নাচবে।’ রসিকতার পাশাপাশি বিদ্রূপাত্মক মন্তব্যও ছিল এই গান নিয়ে, ‘ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসির গান। আইসিসির অর্থ তিন মোড়লের ‘‘ইন্টারনাল ক্রিকেট কাউন্সিল’’! এই গানের ভিডিও প্রকাশের পর ১৫ ঘণ্টায় ৯ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া দেখা গেছে।
নিজেদের নতুন সংগীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। ৩ মিনিট ১ সেকেন্ডের যে গান তারা তৈরি করেছে, সেই মিউজিকের বেশির ভাগ অংশজুড়ে ছিল শুধু ভারত। এমনকি সেই মিউজিকে দেখা গেছে জিম্বাবুয়েকেও। যেখানে বাংলাদেশের চিহ্নমাত্র নেই!
আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নতুন সংগীত প্রকাশ করেছে। তারা ক্যাপশনে লিখেছে, ‘এটি একটি অনন্য গান, যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী লোর্ন বাফে।’
১৮১ সেকেন্ডের ভিডিওতে শুধু মিউজিকই শোনা গেছে। ভিডিওচিত্রে পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটারদের দেখা গেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি ইভেন্টগুলোয় ম্যাচের চিত্র, দর্শকদের উন্মাদনা কেমন হয়, সেগুলো দেখানো হয়েছে। ভিডিওতে কমপক্ষে ২১ বার ছিল ভারতের উপস্থিতি। চোখের পলক ফেলতে না ফেলতেই শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, ভারতীয় ভক্ত-সমর্থকদের দেখা গেছে আইসিসির ভিডিওতে।
যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বের উন্মাদনা, সেটাও আইসিসির ভিডিওতে বারবার দেখানো হয়েছে। দেখা গেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমনকি জিম্বাবুয়েকেও। তবে এক সেকেন্ডের জন্যও আইসিসির এই সংগীতায়োজনে দেখা যায়নি বাংলাদেশকে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিনা একটি পূর্ণ সদস্য, বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড। নতুন গান প্রকাশের পর আইসিসিকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা করছেন নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন, ‘গানের সম্পাদক নিশ্চয়ই ভারতীয়!’ কারও মতে এটা ‘ভারতীয় ক্রিকেটের সংগীত’! কেউ একজন প্রশ্ন করেছেন, ‘শুধু ভারতই কি আছে এই ভিডিওতে?’
আইসিসির নতুন এই ‘অ্যানথেম’ দেখে কেউ কেউ তো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলেও মন্তব্য করেছেন! রসিকতাকে কেউ আবার অন্য মাত্রায় নিয়ে গেছেন, ‘যদি এমন হতো শুধু ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া খেলবে। বাকিরা তাদের সঙ্গে নাচবে।’ রসিকতার পাশাপাশি বিদ্রূপাত্মক মন্তব্যও ছিল এই গান নিয়ে, ‘ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসির গান। আইসিসির অর্থ তিন মোড়লের ‘‘ইন্টারনাল ক্রিকেট কাউন্সিল’’! এই গানের ভিডিও প্রকাশের পর ১৫ ঘণ্টায় ৯ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া দেখা গেছে।
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
১ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
৩ ঘণ্টা আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
৩ ঘণ্টা আগে