ক্রীড়া ডেস্ক
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে ১৯১ রান গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণি জাদুতে আউট হওয়ার আগে মুশফিক করেছিলেন ৪ রান। স্পিন মোকাবিলায় তিনিই দলের সবচেয়ে পারদর্শী ব্যাটার। ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে। মুশফিকের অভিজ্ঞতা কাজ লাগানোরও একটা সুযোগ ছিল। কিন্তু দলের প্রয়োজনের সময় অযাচিত এক শটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ইনিংসের ৪১.৪ ওভারে মুজারাবানির চতুর্থ স্টাম্পে করা ব্যাক অব লেংথের বাউন্স খেলাটা কেনইবা ব্যাট ছোঁয়াতে গেলেন। সহজেই তালুবন্দী করলেন প্রথম স্লিপে ক্রেইগ আরভিন। এবারও ফিরলেন চারের চক্কারে। লাল বলে শেষ ১২ ইনিংসের ৯ বারই বিশের নিচে আউট হয়েছেন মুশফিক। তবে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক জানিয়েছেন, মুশফিককে নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন। বাংলাদেশ ক্রিকেটে তাঁর অর্জন ভুলে যাওয়ার নয়।
তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড নিয়েছে। বাংলাদেশ হাতে আছে ৬ উইকেট। দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে মুশফিকের অর্জনের কথা স্মরণ করিয়ে দিলেন মুমিনুল, ‘তাকে নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন নই। তিনি এত দিন ধরে ক্রিকেট খেলছেন তিনি জানেন কীভাবে ব্যাট করতে হয়, রান করতে হয়। সবার ভুলে যাওয়া উচিত না বাংলাদেশ দলের জন্য তিনি কী করেছেন। তিনি যখন খেলেন ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন।’
মুমিনুলের আশা মুশফিক যেহেতু এখন শুধু টেস্টেই খেলছেন, তাঁর জন্য ভালো করা সম্ভব, ‘টেস্টে যা যা তাঁর অর্জন তা কোনোভাবে ভুলে যাওয়ার নয়। দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন, এখন যেহেতু এক সংস্করণে মনোযোগী, তিনি আগের চেয়ে আরও ভালো করতে পারবেন। যখন একটা সংস্করণ খেলবেন তখন একটা লাইনে থাকা হয়, পারফর্ম করা সহজ হয়ে যায়।’ মুমিনুল অবশ্য প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৭ রান।
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে ১৯১ রান গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণি জাদুতে আউট হওয়ার আগে মুশফিক করেছিলেন ৪ রান। স্পিন মোকাবিলায় তিনিই দলের সবচেয়ে পারদর্শী ব্যাটার। ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে। মুশফিকের অভিজ্ঞতা কাজ লাগানোরও একটা সুযোগ ছিল। কিন্তু দলের প্রয়োজনের সময় অযাচিত এক শটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ইনিংসের ৪১.৪ ওভারে মুজারাবানির চতুর্থ স্টাম্পে করা ব্যাক অব লেংথের বাউন্স খেলাটা কেনইবা ব্যাট ছোঁয়াতে গেলেন। সহজেই তালুবন্দী করলেন প্রথম স্লিপে ক্রেইগ আরভিন। এবারও ফিরলেন চারের চক্কারে। লাল বলে শেষ ১২ ইনিংসের ৯ বারই বিশের নিচে আউট হয়েছেন মুশফিক। তবে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক জানিয়েছেন, মুশফিককে নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন। বাংলাদেশ ক্রিকেটে তাঁর অর্জন ভুলে যাওয়ার নয়।
তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড নিয়েছে। বাংলাদেশ হাতে আছে ৬ উইকেট। দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে মুশফিকের অর্জনের কথা স্মরণ করিয়ে দিলেন মুমিনুল, ‘তাকে নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন নই। তিনি এত দিন ধরে ক্রিকেট খেলছেন তিনি জানেন কীভাবে ব্যাট করতে হয়, রান করতে হয়। সবার ভুলে যাওয়া উচিত না বাংলাদেশ দলের জন্য তিনি কী করেছেন। তিনি যখন খেলেন ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন।’
মুমিনুলের আশা মুশফিক যেহেতু এখন শুধু টেস্টেই খেলছেন, তাঁর জন্য ভালো করা সম্ভব, ‘টেস্টে যা যা তাঁর অর্জন তা কোনোভাবে ভুলে যাওয়ার নয়। দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন, এখন যেহেতু এক সংস্করণে মনোযোগী, তিনি আগের চেয়ে আরও ভালো করতে পারবেন। যখন একটা সংস্করণ খেলবেন তখন একটা লাইনে থাকা হয়, পারফর্ম করা সহজ হয়ে যায়।’ মুমিনুল অবশ্য প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৭ রান।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৩৩ মিনিট আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৪ ঘণ্টা আগে