Ajker Patrika

‘মুশফিকের অর্জন কোনোভাবে ভুলে যাওয়ার নয়’

ক্রীড়া ডেস্ক    
দুই ইনিংসেও ৪ রানে ফিরলেন মুশফিকুর রহিম। ছবি: এএফপি
দুই ইনিংসেও ৪ রানে ফিরলেন মুশফিকুর রহিম। ছবি: এএফপি

টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার।

সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে ১৯১ রান গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণি জাদুতে আউট হওয়ার আগে মুশফিক করেছিলেন ৪ রান। স্পিন মোকাবিলায় তিনিই দলের সবচেয়ে পারদর্শী ব্যাটার। ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে। মুশফিকের অভিজ্ঞতা কাজ লাগানোরও একটা সুযোগ ছিল। কিন্তু দলের প্রয়োজনের সময় অযাচিত এক শটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ইনিংসের ৪১.৪ ওভারে মুজারাবানির চতুর্থ স্টাম্পে করা ব্যাক অব লেংথের বাউন্স খেলাটা কেনইবা ব্যাট ছোঁয়াতে গেলেন। সহজেই তালুবন্দী করলেন প্রথম স্লিপে ক্রেইগ আরভিন। এবারও ফিরলেন চারের চক্কারে। লাল বলে শেষ ১২ ইনিংসের ৯ বারই বিশের নিচে আউট হয়েছেন মুশফিক। তবে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক জানিয়েছেন, মুশফিককে নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন। বাংলাদেশ ক্রিকেটে তাঁর অর্জন ভুলে যাওয়ার নয়।

তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড নিয়েছে। বাংলাদেশ হাতে আছে ৬ উইকেট। দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে মুশফিকের অর্জনের কথা স্মরণ করিয়ে দিলেন মুমিনুল, ‘তাকে নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন নই। তিনি এত দিন ধরে ক্রিকেট খেলছেন তিনি জানেন কীভাবে ব্যাট করতে হয়, রান করতে হয়। সবার ভুলে যাওয়া উচিত না বাংলাদেশ দলের জন্য তিনি কী করেছেন। তিনি যখন খেলেন ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন।’

মুমিনুলের আশা মুশফিক যেহেতু এখন শুধু টেস্টেই খেলছেন, তাঁর জন্য ভালো করা সম্ভব, ‘টেস্টে যা যা তাঁর অর্জন তা কোনোভাবে ভুলে যাওয়ার নয়। দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন, এখন যেহেতু এক সংস্করণে মনোযোগী, তিনি আগের চেয়ে আরও ভালো করতে পারবেন। যখন একটা সংস্করণ খেলবেন তখন একটা লাইনে থাকা হয়, পারফর্ম করা সহজ হয়ে যায়।’ মুমিনুল অবশ্য প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৭ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত