Ajker Patrika

বাংলাদেশের শক্তির জায়গা নিয়েও চিন্তা

রানা আব্বাস, নিউইয়র্ক থেকে
আপডেট : ০৩ জুন ২০২৪, ১১: ৩৩
বাংলাদেশের শক্তির জায়গা নিয়েও চিন্তা

ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হারের পরই একাদশের বাইরে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে পড়তে দেখা গেল ট্রেনার-ফিজিওকে। তাসকিন আহমেদ সীমানা ঘেঁষে দৌড়াতে থাকলেন ফিজিওর সঙ্গে। রানিংয়ের সময় বেশ সতেজই মনে হলো তাঁকে। তাঁর মাঠে ফেরা নিয়ে যখন আশা বাড়ছে, তখন হাসপাতালে ছুটছিলেন শরীফুল ইসলাম। 

নাসাউ স্টেডিয়ামে একেবারের ভারতীয় ইনিংসের শেষ দিকে এসে ঘটেছে ঘটনাটা। এই উইকেটে বাংলাদেশের হতশ্রী বোলিংয়ের মধ্যে দারুণ করছিলেন শরীফুল। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছিলেন। নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ফলো থ্রুতে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের (বোলিং হ্যান্ড) মধ্যমা ও তর্জনীর মাঝে পেলেন চোট। ফিজিওর সঙ্গে যখন মাঠ ছাড়ছিলেন, হাত থেকে তখন ঝরছিল রক্ত। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হলো স্থানীয় হাসপাতালে। সেখানেই একজন হাতের শল্যবিদের সহায়তায় শরীফুলের হাতে সেলাই দেওয়া হয়েছে বলে জানান দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

হাসপাতাল থেকে ফেরার পর দেবাশীষ বলেছেন, ‘একজন হাতের শল্যবিদের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থার ওপর ভরসা করে শরীফুলকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে আশা ছাড়ছে না বাংলাদেশ। 

এই বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গা ভাবা হচ্ছিল বোলিং আক্রমণ। আর বোলিং আক্রমণের বড় শক্তিই পেসাররা। আইপিএল থেকে ছন্দ নিয়ে ফেরা মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলা তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামকে নিয়ে দারুণ এক পেস বোলিং আক্রমণ বাংলাদেশের। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার ঠিক আগে চোটে পড়লেন তাসকিন। তাঁকে অবশ্য সহ-অধিনায়ক বানিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে বাংলাদেশ। এরই মধ্যে ছোট রানআপে বোলিং শুরু করেছেন। নিয়মিত রানিং করছেন। ডালাসে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে পাওয়া যাচ্ছে আরও পাঁচ দিন। এরই মধ্যে যদি তাসকিন সেরে উঠতে পারেন, প্রথম ম্যাচে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হতেই পারে টিম ম্যানেজমেন্ট। 

তাসকিন ফিরলেও বেশ লম্বা সময়ের বিরতির পর ফিরেই মূল মঞ্চে ভালো করা মোটেও সহজ কাজ নয়। আর বিশ্বকাপের আগমুহূর্তে হাতের ছয় সেলাই পড়া শরীফুলকে নিয়ে আশা ক্ষীণ হয়ে যাওয়ার পর বাংলাদেশের পেস আক্রমণ যথেষ্ট ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মোস্তাফিজ দুর্দান্ত খেললেও তাঁর পারফরম্যান্স আবার সব উইকেট-কন্ডিশনে উজ্জ্বল থাকে না। বিশেষ করে ফ্ল্যাট আর হাই স্কোরিং উইকেটে ফিজকে কঠিন পরীক্ষাই দিতে হয়। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে পাওয়া চার-পাঁচ দিন তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচের একাদশ ঠিক হবে এই চার-পাঁচ দিনের প্রস্তুতি দেখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত