Ajker Patrika

আইপিএল ফাইনাল দেখতে দেখতে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

আইপিএল ফাইনাল দেখতে দেখতে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখতে গত রাতে টিভি পর্দায় চোখ রেখেছিলেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

আহমেদাবাদে নিজের বাড়িতে বসে ফাইনাল দেখছিলেন অভি বারোটও। ম্যাচ দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে কাল জীবনের ইনিংস থেমে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়কের।

এ বছরের জানুয়ারিতে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন অভি। ২০১৯-২০ মৌসুমে রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্রের দলেও ছিলেন তিনি। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনই অভির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

অভি বারোট মূলত ছিলেন উইকেটকিপার-ব্যাটার। পাশাপাশি অফ ব্রেক বোলিংও করতেন। ক্যারিয়ারে ৩৮টি প্রথম শ্রেণির, ৩৮টি লিস্ট ‘এ’ ও ২০টি টি২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে অভি করেছেন ১৫৪৭ রান। লিস্ট  ‘এ’ ম্যাচে  ১০৩০  ও টি২০ তে করেছেন ৭১৭ রান। সৌরাষ্ট্রের হয়ে তিনি ২১টি রঞ্জি ট্রফি ম্যাচ, ১৭টি লিস্ট  ‘এ’ ম্যাচ এবং ১১টি টি২০ ম্যাচ খেলেছেন। হরিয়ানা ও গুজরাটের হয়েও খেলেছেন অভি।

অভির মৃত্যুতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক। সম্প্রতি বারোটের পারফরম্যান্স ছিল অসাধারণ। তার আকস্মিক মৃত্যু সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত