২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মৃতির মানসপটে উঁকি দিলে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? ফাইনালে যোগিন্দর শর্মার বলে মিসবাহ-উল-হকের ওই স্কুপ তালিকার প্রথম দিকেই থাকার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে মিসবাহর ওই উচ্চাভিলাষী স্কুপ খেলতে গিয়ে আউটই যে সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল ভারত।
একটু এদিন-সেদিক হলে সেদিন শিরোপা জেতার উৎসব করতে পারত পাকিস্তান। তবে সেটা হয়নি মিসবাহর মুহূর্তের উত্তেজনায়। দেড় যুগের বেশি সময় পরও তাই সেই আউট পোড়ায় সাবেক পাকিস্তান অধিনায়ককে। স্কুপ শট দিয়েই সেই বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন মিসবাহ। শক্তির জায়গাটাই কি না ফাইনালে ‘বেইমানি করে তাঁর সঙ্গে’।
স্মৃতির ডালা খুলে দিয়ে ওই শট নিয়ে মিসবাহ জানালেন, ‘আপনি বলতে পারেন, আমি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। সেই শটেই গোলমাল বাঁধালাম, যেটা আমাকে সব সময় আত্মবিশ্বাস জোগাত।’
শেষ ওভারে শর্মার তৃতীয় বলে স্কুপ খেলতে গিয়ে ফাইন লেগে যুবরাজ সিংয়ের তালুবন্দী হয়েছিলেন মিসবাহ। তখনো ওভারের বাকি আরও তিন বল। পাকিস্তানের দরকার ছিল ৫ রান। ৩৮ বলে ৪৩ রান করে সেই মুহূর্তে দারুণ ছন্দে ছিলেন মিসবাহ। শটটা নিয়ে মিসবাহ আরও বলেন, ‘সেই সময় ওই শটে আমি প্রচুর রান করেছি। ফাইন লেগ ফিল্ডার থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই শট খেলে রান করেছি। স্পিনারের বিপক্ষে ফাইন লেগ দিয়ে ওই শটে রান করতে আমি অভ্যস্ত ছিলাম।’
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মৃতির মানসপটে উঁকি দিলে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? ফাইনালে যোগিন্দর শর্মার বলে মিসবাহ-উল-হকের ওই স্কুপ তালিকার প্রথম দিকেই থাকার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে মিসবাহর ওই উচ্চাভিলাষী স্কুপ খেলতে গিয়ে আউটই যে সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল ভারত।
একটু এদিন-সেদিক হলে সেদিন শিরোপা জেতার উৎসব করতে পারত পাকিস্তান। তবে সেটা হয়নি মিসবাহর মুহূর্তের উত্তেজনায়। দেড় যুগের বেশি সময় পরও তাই সেই আউট পোড়ায় সাবেক পাকিস্তান অধিনায়ককে। স্কুপ শট দিয়েই সেই বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন মিসবাহ। শক্তির জায়গাটাই কি না ফাইনালে ‘বেইমানি করে তাঁর সঙ্গে’।
স্মৃতির ডালা খুলে দিয়ে ওই শট নিয়ে মিসবাহ জানালেন, ‘আপনি বলতে পারেন, আমি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। সেই শটেই গোলমাল বাঁধালাম, যেটা আমাকে সব সময় আত্মবিশ্বাস জোগাত।’
শেষ ওভারে শর্মার তৃতীয় বলে স্কুপ খেলতে গিয়ে ফাইন লেগে যুবরাজ সিংয়ের তালুবন্দী হয়েছিলেন মিসবাহ। তখনো ওভারের বাকি আরও তিন বল। পাকিস্তানের দরকার ছিল ৫ রান। ৩৮ বলে ৪৩ রান করে সেই মুহূর্তে দারুণ ছন্দে ছিলেন মিসবাহ। শটটা নিয়ে মিসবাহ আরও বলেন, ‘সেই সময় ওই শটে আমি প্রচুর রান করেছি। ফাইন লেগ ফিল্ডার থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই শট খেলে রান করেছি। স্পিনারের বিপক্ষে ফাইন লেগ দিয়ে ওই শটে রান করতে আমি অভ্যস্ত ছিলাম।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৭ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৮ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১০ ঘণ্টা আগে