Ajker Patrika

অতি আত্মবিশ্বাসেই ফাইনালে স্কুপ খেলেছিলেন মিসবাহ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪: ৫১
অতি আত্মবিশ্বাসেই ফাইনালে স্কুপ খেলেছিলেন মিসবাহ

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মৃতির মানসপটে উঁকি দিলে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? ফাইনালে যোগিন্দর শর্মার বলে মিসবাহ-উল-হকের ওই স্কুপ তালিকার প্রথম দিকেই থাকার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে মিসবাহর ওই উচ্চাভিলাষী স্কুপ খেলতে গিয়ে আউটই যে সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল ভারত।

একটু এদিন-সেদিক হলে সেদিন শিরোপা জেতার উৎসব করতে পারত পাকিস্তান। তবে সেটা হয়নি মিসবাহর মুহূর্তের উত্তেজনায়। দেড় যুগের বেশি সময় পরও তাই সেই আউট পোড়ায় সাবেক পাকিস্তান অধিনায়ককে। স্কুপ শট দিয়েই সেই বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন মিসবাহ। শক্তির জায়গাটাই কি না ফাইনালে ‘বেইমানি করে তাঁর সঙ্গে’। 

স্মৃতির ডালা খুলে দিয়ে ওই শট নিয়ে মিসবাহ জানালেন, ‘আপনি বলতে পারেন, আমি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। সেই শটেই গোলমাল বাঁধালাম, যেটা আমাকে সব সময় আত্মবিশ্বাস জোগাত।’

শেষ ওভারে শর্মার তৃতীয় বলে স্কুপ খেলতে গিয়ে ফাইন লেগে যুবরাজ সিংয়ের তালুবন্দী হয়েছিলেন মিসবাহ। তখনো ওভারের বাকি আরও তিন বল। পাকিস্তানের দরকার ছিল ৫ রান। ৩৮ বলে ৪৩ রান করে সেই মুহূর্তে দারুণ ছন্দে ছিলেন মিসবাহ। শটটা নিয়ে মিসবাহ আরও বলেন, ‘সেই সময় ওই শটে আমি প্রচুর রান করেছি। ফাইন লেগ ফিল্ডার থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই শট খেলে রান করেছি। স্পিনারের বিপক্ষে ফাইন লেগ দিয়ে ওই শটে রান করতে আমি অভ্যস্ত ছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত