Ajker Patrika

বাংলাদেশের দুই তরুণের কাকে অভিষেক করাতে চান হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের দুই তরুণের কাকে অভিষেক করাতে চান হাথুরু

লম্বা সময় গতকাল নেটে বোলিং করেছেন মুশফিক হাসান ও নাহিদ রানা। মুশফিক কয়েক সিরিজ ধরেই টেস্ট দলের সঙ্গে আছেন, তবে নাহিদকেও গতকাল আরও ভালো করে দেখলেন। এ দুই পেসারের বলের নিয়ন্ত্রিত লেংথ এবং গতি দেখে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সিলেট ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু জানিয়েছেন, মুশফিক ও নাহিদের মধ্যে কোনো একজন পেসারকে প্রথম টেস্টে অভিষেক করাতে চান।

একাদশে ২-৩ জন পেসার রাখা হতে পারে জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমরা ১১ জন খেলোয়াড় খেলাতে পারব এবং সেখানে হয়ত ২ বা ৩ জন পেসার থাকবে। (নাহিদ-মুশফিক) দুজনই বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনের শুরুটাই দারুণ। অনেক ওভার বল করেছে। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, তাদের যেকোনো একজনকে অন্তত এই ম্যাচে দেখতে চাই।’ 

সর্বশেষ বিপিএলে গতির ঝড় তোলেন নাহিদ। খুলনা টাইগার্সের হয়ে দুই ম্যাচ সুযোগ পেয়ে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করে প্রশংসাও কুড়িয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে ১৫ ম্যাচে ৬৩ উইকেট তাঁর। ১৫ ম্যাচে মুশফিকের ৫৫ উইকেট। 

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের চেয়েও সিলেটের উইকেট এবার ঘাস একটু বেশি। তোপ দাগতে পারেন পোসাররা। হাথুরু অবশ্য জানিয়েছেন, উইকেট-আবহাওয়া যেমনই হোক হারাতে চান লঙ্কানদের। বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের ওপর কম্বিনেশন নির্ভর করে, আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা সমস্যা হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত