Ajker Patrika

সাকিবকে ছাড়ালেন ফিজ, পাল্লা দিচ্ছেন তাসকিন-মিরাজও

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৭: ১১
সাকিবকে ছাড়ালেন ফিজ, পাল্লা দিচ্ছেন তাসকিন-মিরাজও

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে সাকিব আল হাসানের না থাকার খবর অনেক পুরোনো। তবু সাকিব না খেললেও ঠিকই তাঁর নাম চলে আসে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে এখন টক্কর দিচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।

প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফিজ। ফিরেই ২ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন ফিজ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে এখনো পর্যন্ত ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। সাকিব লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে নিয়েছেন ২১ উইকেট, খেলেছেন ২৮ ম্যাচ।

চট্টগ্রামে আজ শুধু ফিজই নন, দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজও। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ফিজের মতো মিরাজও নেন ২ উইকেট। তাতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে তাসকিন ও মিরাজের উইকেট সংখ্যা হলো ২২ ও ২১। সাকিবের সঙ্গে এই তালিকায় যৌথভাবে তৃতীয় এখন তাসকিন। তাসকিন খেলেছেন ১৩ ম্যাচ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মর্তুজার। ২২ ম্যাচ খেলে নেন ২৬ উইকেট। মোস্তাফিজের সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে রুবেল হোসেন। 
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ৬ নভেম্বর। বিশ্বকাপের সেই ম্যাচটা খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে তাঁর ২২ উইকেট।শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সাত উইকেটশিকারী বোলার

                                     ম্যাচ    উইকেট
মাশরাফি বিন মর্তুজা            ২২         ২৬ 
রুবেল হোসেন                   ১৪         ২৩ 
মোস্তাফিজুর রহমান             ১৭         ২৩ 
সাকিব আল হাসান              ২৮         ২২ 
তাসকিন আহমেদ               ১৩         ২২ 
মেহেদী হাসান মিরাজ          ১৭          ২১ 
আব্দুর রাজ্জাক                  ১৫          ১৯ 
* ২০২৪ সালের ১৮ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত