নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চোটের কারণে চট্টগ্রামে টেস্টে দলে ছিলেন না তামিম ইকবাল। ওয়ানডে সিরিজও এই বাঁহাতি ওপেনার খেলতে পারেননি একই কারণে। ঢাকায় দ্বিতীয় টেস্টে ফেরার কথা শোনা গেলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের যে দল দিয়েছে সেখানে নেই তামিমের নাম। চট্টগ্রামে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও তাই এই অভিজ্ঞ ওপেনারকে পাচ্ছে না।
ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না পেসার ইবাদত হোসেনেরও। পিঠের চোটে চট্টগ্রামে ভারতের দ্বিতীয় ইনিংস বোলিং করতে পারেননি ইবাদত। সাকিব আল হাসান বোলিং না করায় দ্বিতীয় ইনিংসে তিন বোলার নিয়ে খেলে বাংলাদেশ। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, শরীফুল ইসলাম। শরীফুল অবশ্য চট্টগ্রাম টেস্টের মাঝে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পান। ওই চোটের পরই ভারতের বিপক্ষে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান।
ঢাকা টেস্টে দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পাঁজরের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খুব একটা বোলিং করতে পারেননি সাকিব। ঢাকায় দ্বিতীয় টেস্টে তিনি হয়তো শুধু ব্যাটার হিসেবেই খেলতে পারেন। আজ শেষ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো, ‘সে (সাকিব) দলের সেরা ব্যাটারদের একজন। দ্বিতীয় ইনিংসেও সে ৮০ (৮৪) রান করেছে এবং সে দলের অধিনায়কও। আপনি অলরাউন্ডার হিসেবে জায়গা পেলে, বোলিং ভালো না করলেও ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। ব্যাটিংয়ে খারাপ করলে বোলিংয়েও সুযোগ থাকে। শুধু ব্যাটার হিসেবেও দলে থাকার যোগ্য সে।’
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, জাকির হাসান ও রেজাউর রহমান রাজা।
চোটের কারণে চট্টগ্রামে টেস্টে দলে ছিলেন না তামিম ইকবাল। ওয়ানডে সিরিজও এই বাঁহাতি ওপেনার খেলতে পারেননি একই কারণে। ঢাকায় দ্বিতীয় টেস্টে ফেরার কথা শোনা গেলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের যে দল দিয়েছে সেখানে নেই তামিমের নাম। চট্টগ্রামে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও তাই এই অভিজ্ঞ ওপেনারকে পাচ্ছে না।
ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না পেসার ইবাদত হোসেনেরও। পিঠের চোটে চট্টগ্রামে ভারতের দ্বিতীয় ইনিংস বোলিং করতে পারেননি ইবাদত। সাকিব আল হাসান বোলিং না করায় দ্বিতীয় ইনিংসে তিন বোলার নিয়ে খেলে বাংলাদেশ। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, শরীফুল ইসলাম। শরীফুল অবশ্য চট্টগ্রাম টেস্টের মাঝে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পান। ওই চোটের পরই ভারতের বিপক্ষে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান।
ঢাকা টেস্টে দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পাঁজরের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খুব একটা বোলিং করতে পারেননি সাকিব। ঢাকায় দ্বিতীয় টেস্টে তিনি হয়তো শুধু ব্যাটার হিসেবেই খেলতে পারেন। আজ শেষ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো, ‘সে (সাকিব) দলের সেরা ব্যাটারদের একজন। দ্বিতীয় ইনিংসেও সে ৮০ (৮৪) রান করেছে এবং সে দলের অধিনায়কও। আপনি অলরাউন্ডার হিসেবে জায়গা পেলে, বোলিং ভালো না করলেও ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। ব্যাটিংয়ে খারাপ করলে বোলিংয়েও সুযোগ থাকে। শুধু ব্যাটার হিসেবেও দলে থাকার যোগ্য সে।’
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, জাকির হাসান ও রেজাউর রহমান রাজা।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
৩ ঘণ্টা আগে