গত ১৪ মে টাউন্সভিলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে অ্যান্ড্রু সাইমন্ডস। মাত্র ৪৬ বছর বয়সে কিংবদন্তি অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের মৃত্যুর খবরে পুরো ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ক্রিকেটে অবদানের জন্য টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়াম আগেই সাইমন্ডসের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তা কার্যকর হলো অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাইমন্ডসকে শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হয়েছে ‘অ্যান্ড্রু সাইমন্ডস স্টেডিয়াম’।
আর এই স্টেডিয়ামে ঝড় বইয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। টাউন্সভিলেতে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল অ্যান্ড্রু সাইমন্ডসময়। মে মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত এই ক্রিকেটারকে ঘিরেই আয়োজন করা হয়েছিল ম্যাচটি। যেখানে শ্রদ্ধা জানানোর কেন্দ্রে রাখা হয়েছিল সাইমন্ডসের সন্তান বিলি এবং ক্লোয়েকে। এ ছাড়া মাঠের বাইরে যেখানেই চোখ যাচ্ছিল সেখানেই দেখা গেছে ‘রয়-৩৮৮ ’। রয় সাইমন্ডসের ডাক নাম আর ৩৮৮ হচ্ছে তাঁর টেস্ট ক্যাপ নম্বর। এই ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচপূর্ব স্মরণ আয়োজনে অ্যারন ফিঞ্চ এবং স্টিভেন স্মিথের পাশেই দাঁড়ান বিলি ও ক্লোয়ে। এরপর সাইন্ডমস স্মরণের পালন করা হয় ১ মিনিটের নীরবতা। পরে তারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে পানি বহনের কাজও করেছেন।
বিরতির সময় সাইমন্ডসের পরিবারের সদস্য লাউরা ভিদমার, বোন লুসি এবং মা বারবারাসহ অন্যরা তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ, ব্যাট, হ্যাট, মাছ ধরার ছিপ, কাঁকড়ার ঝুড়ি নিয়ে মাঠে আসেন। তাঁদের সাইমন্ডসের পোষা দুই কুকুরও সঙ্গে ছিল।
অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েসলি মাধহেভেরের ফিফটির সুবাদে ৪৭.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৩৩.৩ ওভারে ৫ উইকেটে ২০১ রান করে তারা। ৯ বলে ৩ ছয় ও ৩ চারে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।
গত ১৪ মে টাউন্সভিলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে অ্যান্ড্রু সাইমন্ডস। মাত্র ৪৬ বছর বয়সে কিংবদন্তি অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের মৃত্যুর খবরে পুরো ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ক্রিকেটে অবদানের জন্য টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়াম আগেই সাইমন্ডসের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তা কার্যকর হলো অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাইমন্ডসকে শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হয়েছে ‘অ্যান্ড্রু সাইমন্ডস স্টেডিয়াম’।
আর এই স্টেডিয়ামে ঝড় বইয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। টাউন্সভিলেতে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল অ্যান্ড্রু সাইমন্ডসময়। মে মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত এই ক্রিকেটারকে ঘিরেই আয়োজন করা হয়েছিল ম্যাচটি। যেখানে শ্রদ্ধা জানানোর কেন্দ্রে রাখা হয়েছিল সাইমন্ডসের সন্তান বিলি এবং ক্লোয়েকে। এ ছাড়া মাঠের বাইরে যেখানেই চোখ যাচ্ছিল সেখানেই দেখা গেছে ‘রয়-৩৮৮ ’। রয় সাইমন্ডসের ডাক নাম আর ৩৮৮ হচ্ছে তাঁর টেস্ট ক্যাপ নম্বর। এই ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচপূর্ব স্মরণ আয়োজনে অ্যারন ফিঞ্চ এবং স্টিভেন স্মিথের পাশেই দাঁড়ান বিলি ও ক্লোয়ে। এরপর সাইন্ডমস স্মরণের পালন করা হয় ১ মিনিটের নীরবতা। পরে তারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে পানি বহনের কাজও করেছেন।
বিরতির সময় সাইমন্ডসের পরিবারের সদস্য লাউরা ভিদমার, বোন লুসি এবং মা বারবারাসহ অন্যরা তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ, ব্যাট, হ্যাট, মাছ ধরার ছিপ, কাঁকড়ার ঝুড়ি নিয়ে মাঠে আসেন। তাঁদের সাইমন্ডসের পোষা দুই কুকুরও সঙ্গে ছিল।
অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েসলি মাধহেভেরের ফিফটির সুবাদে ৪৭.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৩৩.৩ ওভারে ৫ উইকেটে ২০১ রান করে তারা। ৯ বলে ৩ ছয় ও ৩ চারে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।
নিগার সুলতানা জ্যোতির বলটা যখন বাতাসে ভেসে ছিল, মনে হচ্ছিল সেটা ছক্কা হয়ে যাবে। কিন্তু না। লংঅফে নিলাক্ষী সিলভা ক্যাচ ধরতেই শেষ বাংলাদেশের সেমিফাইনালে টিকে থাকার স্বপ্ন। জ্যোতির লড়াকু ৭৭ রানের ইনিংসের পরও বাংলাদেশ ৭ রানে হেরেছে শ্রীলঙ্কার কাছে।
২০ মিনিট আগেহারারেতে প্রথম দিনটা আফগানিস্তানের কাছে ভুলে যাওয়ার মতোই। ব্যাটিং, বোলিংয়ে জিম্বাবুয়ের ওপর বিন্দুমাত্র চাপ প্রয়োগ করতে পারেনি আফগানরা। ম্যাচের প্রথম দিন থেকেই চোখে সর্ষেফুল দেখছে আফগানিস্তান।
১ ঘণ্টা আগেএকটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। সুনীল গাভাস্কার চুপ করে বসে থাকার পাত্র নন। কোনো কিছুর তোয়াক্কা না করে চাঁচাছোলা মন্তব্য করে বসেন ভারতীয় এই কিংবদন্তি। পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শেষেও ক্রিকেটের এক পদ্ধতিগত ব্যাপার নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।
২ ঘণ্টা আগে