সেমিফাইনালের টিকিট আগেই কেটে ফেলে বাংলাদেশ। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ জানাটা ছিল বাকি। অবশেষে আজ নিশ্চিত হওয়া গেল বাংলাদেশের প্রতিপক্ষ। সেমিতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
জাপানকে আজ দুবাইয়ে ১৮৩ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কাটে পাকিস্তান। দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ২৪৩ রান। ৭ নম্বরে নেমে ৭৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিয়াজউল্লাহ। এটাই পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ রান। জবাবে জাপান ২৮.৩ ওভারে ৬৩ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানের বাঁহাতি চায়নাম্যান মোহাম্মদ হুজাইফা ৮ রানে নিয়েছেন ৫ উইকেট। তিনি হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ হওয়াতেই পাকিস্তানকে পেল সেমিতে।
শারজায় আজ ‘এ’ গ্রুপের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়ে ভারত সেমিতে উঠল ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে। আমিরাতের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে নেমে ৯৭ বলে বিনা উইকেটে ১৪৩ রান করে ভারত। ৪৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থাকেন বৈভব সূর্যবংশী। আরেক ওপেনার আয়ুশ মাত্রে করেন ৬৭ রান। ৫১ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মারেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ৫ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছেন ১ উইকেট। দিয়েছেন ১ ওভার মেডেন।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমিফাইনালই হবে পরশু। দুবাইয়ে সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।শারজায় অপর সেমিতে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি সেমিই বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যুব এশিয়া কাপ শিরোপা। সেবার সেমিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ।
সেমিফাইনালের টিকিট আগেই কেটে ফেলে বাংলাদেশ। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ জানাটা ছিল বাকি। অবশেষে আজ নিশ্চিত হওয়া গেল বাংলাদেশের প্রতিপক্ষ। সেমিতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
জাপানকে আজ দুবাইয়ে ১৮৩ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কাটে পাকিস্তান। দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ২৪৩ রান। ৭ নম্বরে নেমে ৭৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিয়াজউল্লাহ। এটাই পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ রান। জবাবে জাপান ২৮.৩ ওভারে ৬৩ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানের বাঁহাতি চায়নাম্যান মোহাম্মদ হুজাইফা ৮ রানে নিয়েছেন ৫ উইকেট। তিনি হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ হওয়াতেই পাকিস্তানকে পেল সেমিতে।
শারজায় আজ ‘এ’ গ্রুপের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়ে ভারত সেমিতে উঠল ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে। আমিরাতের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে নেমে ৯৭ বলে বিনা উইকেটে ১৪৩ রান করে ভারত। ৪৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থাকেন বৈভব সূর্যবংশী। আরেক ওপেনার আয়ুশ মাত্রে করেন ৬৭ রান। ৫১ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মারেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ৫ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছেন ১ উইকেট। দিয়েছেন ১ ওভার মেডেন।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমিফাইনালই হবে পরশু। দুবাইয়ে সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।শারজায় অপর সেমিতে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি সেমিই বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যুব এশিয়া কাপ শিরোপা। সেবার সেমিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ।
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
২৯ মিনিট আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
২ ঘণ্টা আগে