Ajker Patrika

বাবর-শাহিনের মধ্যে কোনো ঝামেলা নেই, বলছেন সহকারী কোচ

বাবর-শাহিনের মধ্যে কোনো ঝামেলা নেই, বলছেন সহকারী কোচ

টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় এখন পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সে তাই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা। এমন কঠিন সময়ে আবার দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান এক সূত্রের বরাত দিয়ে অভিযোগ তুলেছে দলের খেলোয়াড়েরা নাকি এক অপরের সঙ্গে কথা বলছেন না।

পাকিস্তানের ক্রিকেটারদের নিজেদের মধ্যে কথা না বলা হতাশা থেকে নয়, অধিনায়কত্বের রদবদলের কারণেই নাকি হচ্ছে। শুধু সংবাদমাধ্যমটি নয়, দলের কলহ নিয়ে কথা বলেছেন ওয়াসিম আকরাম। তবে বাবর-শাহিন আফ্রিদির কথা না বলার বিষয়টি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ।

পাকিস্তানের কিংবদন্তি পেসার আকরামের মন্তব্য নিয়ে আজহার মাহমুদ বলেছেন, ‘ওয়াসিম নিশ্চয়ই হয়তো বলেছেন। তবে আমি জানি না। আমি সেটা দেখিনি। কিন্তু শাহিন-বাবর স্পষ্টতই নিজেদের মধ্যে কথা বলছেন। তারা একে অপরের ভালো বন্ধু। দুজনই পাকিস্তান ক্রিকেটের অংশ। আমরা কারও জন্য ম্যাচ হারিনি, এটা আমাদের ভুলে হয়েছিল।’

বাবর-শাহিন আফ্রিদির নাম সরাসরি না নিলেও উত্তরসূরিদের মধ্যে যে ঝামেলা চলছে সেদিকেই ইঙ্গিত করছেন আকরাম। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘দলে অনেক খেলোয়াড় আছে যারা একে অপরে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর তোমরা দেশের হয়ে লড়ছ। এই সব খেলোয়াড়দের দেশে এনে বসিয়ে রাখা উচিত।’

অন্যদিকে এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বাবর অধিনায়ক হিসেবে যথেষ্ট সম্মান পাচ্ছেন না। এমনকি প্রয়োজনের সময় যতটা সহায়তা পাওয়া উচিত সেটাও নাকি পাচ্ছেন না তিনি। বাবর নিজেও নাকি ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরকে পছন্দ করেন না। কিন্তু বিষয়টা জানা সত্ত্বেও তাঁদের অবসর ভেঙে দলে নেওয়া হয়েছে।

আবার ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে শাদাব খান এবং ইফতিখার আহমেদের সুযোগ পাওয়া নিয়েও দলে নাকি মতবিরোধ শুরু হয়েছে। এ সবকিছু দূরে রেখে আজ কানাডার বিপক্ষে ম্যাচ জিতে কাগজে-কলমে টুর্নামেন্টে টিকে থাকতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত