Ajker Patrika

ছাড় দেওয়ার মানসিকতা থেকে সরে আসতে বললেন ফাহিম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ২২: ১৯
ছাড় দেওয়ার মানসিকতা থেকে সরে আসতে বললেন ফাহিম

২৬তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হচ্ছে আগামীকাল থেকে। ঘরোয়া ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চায় বিসিবি। দল নির্বাচনের ক্ষেত্রে ঘরোয়া পারফরম্যান্সই একমাত্র বেঞ্চমার্ক হওয়া উচিত বললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

গত দুই মৌসুম পৃষ্ঠপোষক ছাড়াই এনসিএল আয়োজন করেছিল বিসিবি। এবার পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে মধুমতি ব্যাংককে। আজ মিরপুরে পৃষ্ঠপোষক ঘোষণার সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অবশ্যই হওয়া উচিত (পারফরম্যান্স বিবেচনা)। সেটাকে যদি আমরা একটা মানে নিয়ে আসতে পারি, ওটাই হওয়া উচিত আমাদের বেঞ্চ মার্ক। হয় না অনেক সময়, আমরা হয়তো ঢাকা প্রিমিয়ার লিগে ৫০ ওভারের খেলা দেখে চার দিনের প্লেয়ার সিলেক্ট করে ফেলি, আমাদের বেঞ্চমার্ক কিন্তু হওয়া উচিত ওটাই। যেকোনো সংস্করণের জন্য ফরম্যাট হওয়া উচিত ওটাই।’ 

বাংলাদেশের খেলা না থাকলে জাতীয় দলের খেলোয়াড়দের অনেকে ঘরোয়া লিগে খেলেন না। ফাহিম চান এক পদ্ধতি তৈরি হোক, যাতে অনেকটা দলে থাকতে বাধ্য হয়েই জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন, ‘না, এটা খুব জরুরি। যারা খালি থাকবে তাদের জন্য শুধু খেলাটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য না, তাদেরও টাচে থাকা দরকার। সে জন্য দরকার এবং খেলাটাকে প্রতিযোগিতামূলক করার জন্য দরকার। ওটাকে যদি আমরা গুরুত্ব দিই, ওটাকে যদি আমরা যদি বেঞ্চমার্ক হিসেবে ধরি দল নির্বাচনের ব্যাপারে, তখন মনে হয় সবাই কিছুটা হলেও বাধ্য হবে এখানে আসতে।’ 

এ রকম একটা সংস্কৃতি তৈরি করার প্রয়োজন বললেন ফাহিম, ‘আমার মনে হয় এই কালচারটা তৈরি করা দরকার, না এখানে খেলতেই হবে। আমরা যদি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে থাকি তাহলে এটা হবে না। এটা এমন না যে সবাইকে খুশি করার বিষয়। কেউ কেউ অখুশি হতে পারে। কিন্তু একটা সিস্টেম প্রতিষ্ঠা করা দরকার। যেটা সবাই মানতে বাধ্য হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত