Ajker Patrika

স্বার্থপর ক্রিকেট খেলার অপবাদ নিয়ে বিজয় কী বললেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৫১ সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ছবি: বিসিবি
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৫১ সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ছবি: বিসিবি

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও নিয়মিত হতে পারেননি এনামুল হক বিজয়। ১২ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৭৪ ম্যাচই বলে দেয় সবকিছু। এমনকি তাঁর নামের পাশে জুড়ে গেছে ‘স্বার্থপর ক্রিকেটার’-এর তকমা।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫১ সেঞ্চুরি করেছেন বিজয়। অনেক সময় দলের পরাজয়ে ধীরগতির সেঞ্চুরির জন্য সমালোচনাও সহ্য করতে হয়। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ তো চলেই। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানিয়েছেন, স্বার্থপর শব্দটা শুনলে কষ্ট পান তিনি। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘ব্যথা তো অবশ্যই লাগে। ‘সেলফিশ’ অপবাদ শুনে মন খারাপ হয়, কষ্টও পাই। তবে সেই কষ্টকে আমি শক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করি। প্রতিবারই প্রমাণ করতে চাই, আমি কখনো দলের চেয়ে নিজেকে বড় করে দেখিনি।’

বিজয়ের মতে ম্যাচের স্কোরকার্ড দেখে পুরো পরিস্থিতি বোঝা যায় না। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘কেউই নিজের জন্য খেলতে নামে না, আমিও না। আমি সব সময় দলের জন্য খেলি। ইনিংস বড় করতে গেলে অনেক সময় পরিস্থিতি বুঝে একটু ধীরে খেলার সিদ্ধান্ত নিতে হয়। বাইরের অনেকে হয়তো শুধু স্কোরবোর্ড দেখে বিচার করেন। মাঠের ভেতরের বাস্তবতা বা পরিকল্পনা বোঝেন না।’

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিতে বিজয়ের জুড়ি মেলা ভার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৮৭৪ রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। তাঁর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স উঠেছে সুপার লিগে। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন দলটি। যে ছন্দে আছেন, তাতে এক হাজার রানও হয়ে যেতে পারে এই ডিপিএলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত