Ajker Patrika

তাহলে কি আনচেলত্তি নেইমারদের নতুন কোচ

ক্রীড়া ডেস্ক    
কার্লো আনচেলত্তিকে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ছবি: এএফপি
কার্লো আনচেলত্তিকে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ছবি: এএফপি

ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছেন ব্রাজিলের ফুটবলাররা। জাতীয় দলের হয়ে মাঠে নামলেই খেই হারাচ্ছেন তাঁরা। লম্বা সময় ধরে সাফল্য নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এমন পরিস্থিতিতে ফুটবলারদের চেয়েও ডাগআউটে একজন ভালো কোচের অনুভবই বেশি করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তিতের পর গত তিন বছরে তিনজন কোচ বদল হয়েছে দলটির। এ মুহূর্তে কোচের আসনও ফাঁকা। সবশেষ দরিভাল জুনিয়রকে বরখাস্তের পর নতুন কোচ নিয়োগে কিছুটা সময় নিচ্ছে সিবিএফ।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বুঝে-শুনে কোচ নিয়োগ দেওয়ার লক্ষ্য ব্রাজিলের। মাঝে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কোচ হোর্হে হেসুস ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে গুঞ্জনে ডালপালা মেলেছিল। সেটি এখন মোড় নিয়েছে কার্লো আনচেলত্তির দিকে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে বিদায় এবং লা লিগায় শিরোপা অনিশ্চয়তার মধ্যে থাকায় আনচেলত্তি আছেন চাপেরমুখে।

গুঞ্জন ও সংবাদমাধ্যমের প্রতিবেদন, চলতি মৌসুম শেষেই হয়তো রিয়ালের চাকরি ছাড়বেন আনচেলত্তি। যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটানোর সম্ভাবনা জেগেছে তাদের, তাতে আরেক মৌসুম দলটির সাইডলাইনে নাও দেখা যেতে পারে ইতালিয়ান কোচকে। এ জন্য হেসুসকে রেখে এখন আনচেলত্তিকে পাওয়ার আশায় বুক বেঁধেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এরই মধ্যে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে। এবার দ্বিতীয় ধাপে আনচেলত্তির সঙ্গে আলোচনায় বসতে চায় সিবিএফ।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ বিশ্বকাপের পর তিতে সরে দাঁড়ানোর পর থেকেই আনচেলত্তি ছিলেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেসের প্রথম পছন্দ। যদিও আনচেলত্তি প্রকাশ্যে মাদ্রিদে থাকার ইচ্ছার কথা বারবার বলেছেন। তবে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে গোল ব্যবধানে বিদায় নেওয়ার পর তাঁর অবস্থানের ওপর চাপ বেড়েছে। রিয়াল এখনো লা লিগার শিরোপা দৌড়ে রয়েছে, সেখানেও তারা শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে।

সিবিএফ ঘনিষ্ঠভাবে নজর রাখছে আগামীকাল কোপা দেল রে ফাইনালের দিকে, যেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মুখোমুখি হবে। তারা মনে করছে, এই ম্যাচে হারলে আনচেলত্তির বরখাস্তের বড় কারণ হতে পারে। আনচেলত্তিকে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অস্পষ্টতা রেখেই বলেন, ‘বলবার কিছু নেই। মৌসুম শেষে আমরা এ নিয়ে কথা বলব।’

বিশ্বস্ত সূত্র ইএসপিএনকে জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সিবিএফ প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির প্রতিনিধিদের আলোচনা আবার শুরু হয়েছে। একজন এজেন্ট ও দুই ব্রাজিলিয়ান মধ্যস্থতাকারী বর্তমানে মাদ্রিদে রয়েছেন। তাঁরা প্রতিদিন রিপোর্ট পাঠানোর পাশাপাশি আনচেলত্তির ছেলে দাভিদে এবং কোচের প্রতিনিধিদের সঙ্গে ব্রাজিল দলের চাকরি নিয়ে আলোচনা করেছেন।

সূত্রটি নিশ্চিত করেছে, রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ না হওয়া পর্যন্ত সিবিএফ কিংবা আনচেলত্তি কেউই চূড়ান্ত পদক্ষেপ নেবেন না। সিবিএফ ইউরোপে তাদের কোনো প্রতিনিধির উপস্থিতি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এই বিষয়টি একমাত্র জাতীয় দলের সমন্বয়কারী রদ্রিগো কায়েতানো এবং সিবিএফ সভাপতি রদ্রিগেস দেখছেন এবং এই বিষয়ে কনফেডারেশনের পক্ষে অন্য কেউ কথা বলার অনুমতি নন।

সিবিএফ সভাপতি রদ্রিগেস জানিয়েছেন, সিবিএফের কারিগরি কমিশন মাঠে গিয়ে ম্যাচ পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কোচ নির্বাচন নিয়ে তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করছে। রদ্রিগেসের লক্ষ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করা, যাতে করে ২৬ মে’র পরবর্তী স্কোয়াড ঘোষণা এবং জুনের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নেওয়া যায়।

সূত্রগুলো জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, যাঁরা ইতিমধ্যেই আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলছে, তাঁর ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়াকে স্বাগত জানাবে। যদিও আনচেলত্তিই সিবিএফের প্রথম পছন্দ, তবু তারা হোর্হে হেসুসকে বিকল্প হিসেবে রেখেছে, একেবারে বাতিল করে দেয়নি। সাবেক ফ্লামেঙ্গো কোচের আল হিলালের সঙ্গে চুক্তি ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত থাকলেও, তিনি আগামী মাসেই সৌদি ক্লাবের সঙ্গে সমঝোতা করে ব্রাজিলের কোচ হিসেবে যোগ দিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত