ক্রীড়া ডেস্ক
আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৯ ম্যাচ খেলে এরই মধ্যে তুলে নিয়েছেন ৫ ফিফটি। তাঁর নেতৃত্ব ও ব্যাটে চড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও বেশ ভালো। তবে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক ফিফটি করে নতুন এক কীর্তি গড়েছেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট একটি ভেন্যুতে ৩৫০০ রান করার রেকর্ড গড়েছেন কোহলি। এই অসাধারণ অর্জন এসেছে তাঁর বেঙ্গালুরুর আইকনিক এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচে ৪২ বলে ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন কোহলি।
টি-টোয়েন্টিতে কোহলির পরেই এক মাঠে সর্বোচ্চ রান করার রেকর্ড মুশফিকুর রহিমের। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে করেছেন ৩৩৭৩ রান। ২৮৮ টি-টোয়েন্টিতে ২৬৫ ইনিংসে মুশফিকের রানই ৬০০৪। অর্থাৎ ৫৬.১৭ শতাংশ রানই মুশফিকের মিরপুরের মাঠে।
সাউদাম্পটনের রোজ বেলে ইংলিশ ব্যাটার জেমস ভিন্স টি-টোয়েন্টি করেছেন ৩২৫৩ রান। ইংল্যান্ডের আরেক ব্যাটার নটিংহামের ট্রেন্ট ব্রিজে করেছেন ৩২৪১ রান। ভিন্স-হেলসের মধ্যেও চলছে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তাঁদের পরেই আছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিমের ৩২৩৮ রান।
খেলোয়াড় | রান | ভেন্যু |
---|---|---|
বিরাট কোহলি | ৩৫৫৬ | বেঙ্গালুরু |
মুশফিকুর রহিম | ৩৩৭৩ | মিরপুর |
জেমস ভিন্স | ৩২৫৩ | সাউদাম্পটন |
অ্যালেক্স হেলস | ৩২৪১ | নটিংহাম |
তামিম ইকবাল | ৩২৩৮ | মিরপুর |
আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৯ ম্যাচ খেলে এরই মধ্যে তুলে নিয়েছেন ৫ ফিফটি। তাঁর নেতৃত্ব ও ব্যাটে চড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও বেশ ভালো। তবে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক ফিফটি করে নতুন এক কীর্তি গড়েছেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট একটি ভেন্যুতে ৩৫০০ রান করার রেকর্ড গড়েছেন কোহলি। এই অসাধারণ অর্জন এসেছে তাঁর বেঙ্গালুরুর আইকনিক এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচে ৪২ বলে ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন কোহলি।
টি-টোয়েন্টিতে কোহলির পরেই এক মাঠে সর্বোচ্চ রান করার রেকর্ড মুশফিকুর রহিমের। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে করেছেন ৩৩৭৩ রান। ২৮৮ টি-টোয়েন্টিতে ২৬৫ ইনিংসে মুশফিকের রানই ৬০০৪। অর্থাৎ ৫৬.১৭ শতাংশ রানই মুশফিকের মিরপুরের মাঠে।
সাউদাম্পটনের রোজ বেলে ইংলিশ ব্যাটার জেমস ভিন্স টি-টোয়েন্টি করেছেন ৩২৫৩ রান। ইংল্যান্ডের আরেক ব্যাটার নটিংহামের ট্রেন্ট ব্রিজে করেছেন ৩২৪১ রান। ভিন্স-হেলসের মধ্যেও চলছে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তাঁদের পরেই আছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিমের ৩২৩৮ রান।
খেলোয়াড় | রান | ভেন্যু |
---|---|---|
বিরাট কোহলি | ৩৫৫৬ | বেঙ্গালুরু |
মুশফিকুর রহিম | ৩৩৭৩ | মিরপুর |
জেমস ভিন্স | ৩২৫৩ | সাউদাম্পটন |
অ্যালেক্স হেলস | ৩২৪১ | নটিংহাম |
তামিম ইকবাল | ৩২৩৮ | মিরপুর |
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৭ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৮ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৯ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে