Ajker Patrika

মুশফিকের ওপরে শুধু কোহলি, নিচে তামিম

ক্রীড়া ডেস্ক    
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক মাঠে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ছবি: এএফপি
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক মাঠে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ছবি: এএফপি

আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৯ ম্যাচ খেলে এরই মধ্যে তুলে নিয়েছেন ৫ ফিফটি। তাঁর নেতৃত্ব ও ব্যাটে চড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও বেশ ভালো। তবে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক ফিফটি করে নতুন এক কীর্তি গড়েছেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট একটি ভেন্যুতে ৩৫০০ রান করার রেকর্ড গড়েছেন কোহলি। এই অসাধারণ অর্জন এসেছে তাঁর বেঙ্গালুরুর আইকনিক এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচে ৪২ বলে ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন কোহলি।

টি-টোয়েন্টিতে কোহলির পরেই এক মাঠে সর্বোচ্চ রান করার রেকর্ড মুশফিকুর রহিমের। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে করেছেন ৩৩৭৩ রান। ২৮৮ টি-টোয়েন্টিতে ২৬৫ ইনিংসে মুশফিকের রানই ৬০০৪। অর্থাৎ ৫৬.১৭ শতাংশ রানই মুশফিকের মিরপুরের মাঠে।

সাউদাম্পটনের রোজ বেলে ইংলিশ ব্যাটার জেমস ভিন্স টি-টোয়েন্টি করেছেন ৩২৫৩ রান। ইংল্যান্ডের আরেক ব্যাটার নটিংহামের ট্রেন্ট ব্রিজে করেছেন ৩২৪১ রান। ভিন্স-হেলসের মধ্যেও চলছে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তাঁদের পরেই আছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিমের ৩২৩৮ রান।

এক মাঠে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
খেলোয়াড় রান ভেন্যু
বিরাট কোহলি৩৫৫৬বেঙ্গালুরু
মুশফিকুর রহিম৩৩৭৩মিরপুর
জেমস ভিন্স৩২৫৩সাউদাম্পটন
অ্যালেক্স হেলস৩২৪১নটিংহাম
তামিম ইকবাল৩২৩৮মিরপুর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত