Ajker Patrika

কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তানকে আবারও ধুয়ে দিলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২: ৩৬
কাশ্মীরে হামলার কড়া সমালোচনা করেছেন দানিশ কানেরিয়া। ছবি: ক্রিকইনফো
কাশ্মীরে হামলার কড়া সমালোচনা করেছেন দানিশ কানেরিয়া। ছবি: ক্রিকইনফো

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা এখন হয়ে গেছে হট টপিক। সামাজিক মাধ্যমে পর্যটকদের মৃত্যুতে স্বজনদের আহাজারির ছবি দেখা যাচ্ছে নিয়মিত। দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চলছে, যার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।

পেহেলগামে হামলা নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, তখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিতর্ক উসকে দিয়েছেন। বন্দুকধারীদের স্বাধীনতাকামী যোদ্ধা বলে আখ্যায়িত করেছেন ইসহাক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এমন বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে তোপ দাগলেন দানিশ কানেরিয়া। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কানেরিয়া বলেন, ‘যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সন্ত্রাসীদের স্বাধীনতাকামী যোদ্ধা বলেন, তখন ব্যাপারটা শুধু লজ্জারই নয়, এটা রাষ্ট্রীয়ভাবে সরাসরি সন্ত্রাসবাদের ইঙ্গিত।’

ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। পেহেলগাম হামলার পরদিন কানেরিয়া নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন। পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলে ৪৪ বছর বয়সী এই লেগ স্পিনার লিখেছিলেন, ‘যদি পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা না থাকে, কেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানাননি? আপনার বাহিনীকে হঠাৎ কেন হাই অ্যালার্টে রেখেছেন? কারণ, গভীরে গেলে সত্যটা জানা যাবে। আপনারা সন্ত্রাসীদের আশ্রয় ও লালনপালন করছেন। ধিক্কার জানাই।’

পেহেলগামে নিহতদের জন্য সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীরের মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। হামলার দিনই আইসিস কাশ্মীর নামে একটি সংগঠন থেকে হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। বর্তমানে গম্ভীর ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন।

কাশ্মীরে বন্দুকধারীদের হামলার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ফ্যানকোডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট ভারতের দর্শক সরাসরি দেখতে পারলেও এবার আর তা হচ্ছে না। ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ করা হলো পিএসএল। এমনকি ফ্যানকোডের সাইট থেকে পিএসএলের আগামী ম্যাচগুলোর তথ্য ও পূর্ববর্তী ম্যাচগুলোর ভিডিও মুছে দেওয়া হয়েছে। শুধু ফ্যানকোডে সম্প্রচার বন্ধের ধাক্কাই খাচ্ছে না পিএসএল, পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন:

কাশ্মীর হামলার কারণে বড় বেকায়দায় পড়ল পাকিস্তান লিগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত