Ajker Patrika

পাকিস্তানে অবসরের হিড়িক, দুই দিনে তিন ক্রিকেটারের অবসর

  ক্রীড়া ডেস্ক 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইরফান। ছবি: ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইরফান। ছবি: ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেটে পড়েছে অবসরের হিড়িক। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে দেশটির ক্রিকেটাররা অবসরের ঘোষণা দিচ্ছেন। গত দুই দিনে তিন পাকিস্তানি ক্রিকেটার গেছেন অবসরে। সেই তালিকায় এবার যোগ দিলেন মোহাম্মদ ইরফান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইরফান দিয়েছেন গত রাতে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তানি এই বাঁহাতি পেসার লিখেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং মনে রাখার মতো স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি সেটাকে সমর্থন দিয়ে যাব।’

পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ ইরফান খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যানবেরার ম্যানুকা ওভালে অজিদের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের পথচলা শুরু ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ৯ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। পাকিস্তানি এই বাঁহাতি পেসার খেলেছেন ৪ টেস্ট, ২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬০ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০৯ উইকেট।

অবসরের ঘোষণার কাজটা এবার শুরু করেন ইমাদ ওয়াসিম। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনার। ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। তিনিও এক্স হ্যান্ডলে অবসরের কথা জানিয়েছেন।

ইমাদ, আমির এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।

ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙেছিলেন। দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত