৩১৬ রান নিয়ে তিনিই আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই রান তিনি করেছেন ১৪৬.২৯ স্ট্রাইকরেটে। খুব খারাপ কি!
মোটেও না। তবু সমালোচনার তিরে বিদ্ধ হতে হয় বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬৭ বলে করলেন সেঞ্চুরি। কিন্তু রান তাড়ায় রাজস্থানের জশ বাটলার কোহলির চেয়ে ৯ বল কম খেলেই করেন সেঞ্চুরি। তাতে ম্লান হয়ে যায় কোহলির সেঞ্চুরি। সেই ম্যাচে বেঙ্গালুরুর হারের পর সমালোচনা ওঠে কোহলির স্ট্রাইকরেট নিয়ে। কেউ কেউ আগ বাড়িয়েও বলা শুরু করলেন, স্ট্রাইকরেট বাড়াতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে কী জায়গা হবে তাঁর?
ঠিক এই প্রশ্নটারই উত্তর দিয়েছেন ব্রায়ান লারা। চলমান আইপিএলে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা লারা কোহলির স্ট্রাইকরেটে কোনো সমস্যাই দেখেন না। বললেন, ‘একজন ব্যাটারের স্ট্রাইকরেট নির্ভর করে মূলত তাঁর ব্যাটিং পজিশন ও ম্যাচের পরিস্থিতির ওপর। ১৩০ কিংবা ১৪০ স্ট্রাইকরেট একজন ওপেনারের জন্য যথেষ্ট ভালো। মিডল অর্ডারে নামলে সেটা ১৫০ থেকে ১৬০ হওয়া উচিত। আইপিএলে আমরা দেখছি, ইনিংসের শেষ দিকে ২০০ স্ট্রাইকরেটে রান তুলছে ব্যাটাররা। কিন্তু কোহলি ওপেন করছে। তার মতো একজন ওপেনার ১৩০ স্ট্রাইকরেটে শুরু করলেও পরে ১৬০ বা তার চেয়েও বেশি স্ট্রাইকরেটে রান তোলার ক্ষমতা রাখেন, যা ঠিক আছে।’
এরপরই ক্যারিবীয় কিংবদন্তি বললেন বিশ্বকাপে কোহলির থাকার সম্ভাবনা নিয়ে, ‘আমার মনে হয় বিরাট-রোহিত ওপেনিং জুটি ভারতের জন্য় খুবই ভালো হবে। তবে আমি চাইব, শুরুতে একজন তরুণ থাকুক। মিডল অর্ডারে থাকুক একজন অভিজ্ঞ ব্য়াটার। তারা ইনিংসের আকার দেবে। শুরুতেই বিরাট-রোহিতের মতো অভিজ্ঞ কাউকে পাঠিয়ে দেওয়ার পর, তাদের মধ্য়ে কেউ যদি শুরুতেই আউট হয়ে যায়, তাহলে দল চাপে পড়ে যাবে। আমি বিরাট-রোহিতকে প্রথম তিনে দেখতে চাই।’
৩১৬ রান নিয়ে তিনিই আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই রান তিনি করেছেন ১৪৬.২৯ স্ট্রাইকরেটে। খুব খারাপ কি!
মোটেও না। তবু সমালোচনার তিরে বিদ্ধ হতে হয় বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬৭ বলে করলেন সেঞ্চুরি। কিন্তু রান তাড়ায় রাজস্থানের জশ বাটলার কোহলির চেয়ে ৯ বল কম খেলেই করেন সেঞ্চুরি। তাতে ম্লান হয়ে যায় কোহলির সেঞ্চুরি। সেই ম্যাচে বেঙ্গালুরুর হারের পর সমালোচনা ওঠে কোহলির স্ট্রাইকরেট নিয়ে। কেউ কেউ আগ বাড়িয়েও বলা শুরু করলেন, স্ট্রাইকরেট বাড়াতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে কী জায়গা হবে তাঁর?
ঠিক এই প্রশ্নটারই উত্তর দিয়েছেন ব্রায়ান লারা। চলমান আইপিএলে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা লারা কোহলির স্ট্রাইকরেটে কোনো সমস্যাই দেখেন না। বললেন, ‘একজন ব্যাটারের স্ট্রাইকরেট নির্ভর করে মূলত তাঁর ব্যাটিং পজিশন ও ম্যাচের পরিস্থিতির ওপর। ১৩০ কিংবা ১৪০ স্ট্রাইকরেট একজন ওপেনারের জন্য যথেষ্ট ভালো। মিডল অর্ডারে নামলে সেটা ১৫০ থেকে ১৬০ হওয়া উচিত। আইপিএলে আমরা দেখছি, ইনিংসের শেষ দিকে ২০০ স্ট্রাইকরেটে রান তুলছে ব্যাটাররা। কিন্তু কোহলি ওপেন করছে। তার মতো একজন ওপেনার ১৩০ স্ট্রাইকরেটে শুরু করলেও পরে ১৬০ বা তার চেয়েও বেশি স্ট্রাইকরেটে রান তোলার ক্ষমতা রাখেন, যা ঠিক আছে।’
এরপরই ক্যারিবীয় কিংবদন্তি বললেন বিশ্বকাপে কোহলির থাকার সম্ভাবনা নিয়ে, ‘আমার মনে হয় বিরাট-রোহিত ওপেনিং জুটি ভারতের জন্য় খুবই ভালো হবে। তবে আমি চাইব, শুরুতে একজন তরুণ থাকুক। মিডল অর্ডারে থাকুক একজন অভিজ্ঞ ব্য়াটার। তারা ইনিংসের আকার দেবে। শুরুতেই বিরাট-রোহিতের মতো অভিজ্ঞ কাউকে পাঠিয়ে দেওয়ার পর, তাদের মধ্য়ে কেউ যদি শুরুতেই আউট হয়ে যায়, তাহলে দল চাপে পড়ে যাবে। আমি বিরাট-রোহিতকে প্রথম তিনে দেখতে চাই।’
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৩ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪২ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে