ক্রীড়া ডেস্ক
জিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। এই ফলাফলের ওপরই নির্ভর করছে জ্যোতিদের বিশ্বকাপে খেলা না খেলা।
এই ম্যাচে থাইল্যান্ড জিতলে, বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের। আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে হিসাব হবে রানরেটের। তখন বাংলাদেশ ও ওয়েস্ট উইন্ডিজের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় শ্রেয়তর রানরেটের ভিত্তিতেই ঠিক হবে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে কোন দল।
বিশ্বকাপ বাছাইয়ে আগের চার ম্যাচের চারটিতেই ২০০ পেরোনো স্কোর গড়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান দরকার ছিল, সেই ম্যাচেই কিনা জ্যোতিরা ৫০ ওভার খেলেও ৯ উইকেটে রান তুলতে পারলেন মাত্র ১৭৮; যা টপকে যেতে মোটেও বেগ পেতে হয়নি স্বাগতিক পাকিস্তানি মেয়েদের। ৭ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলে পাকিস্তান (১৮১/৩)।
বড় স্কোর গড়ার আশা নিয়েই টস জিতে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন তাঁরা। মাত্র ২১ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে দুই ওপেনার ফারজানা হক (০), দিলারা আক্তার (১৩) এবং ফর্মে থাকা অধিনায়ক জ্যোতিকে (১)।
এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা ও রিতু মনি। শুরুর ধাক্কা সামলে ৪৪ রানের জুটি গড়েন তাঁরা। তবে বড় স্কোরের জন্য এই জুটিটি আরও বড় হওয়ার দরকার ছিল। কিন্তু তা হতে দেননি ডায়ানা বেগ। ব্যক্তিগত ২৪ রানে শারমিনকে ফিরিয়ে দেন তিনি। তখন স্কোরবোর্ড বাংলাদেশ—৫৬ /৪।
এরপর নাহিদা আক্তারকে নিয়ে পঞ্চম উইকেটেও ৪৪ রানের আরেকটি জুটি গড়েন রিতু। তিনিই ফিফটিশূন্য বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ৫টি চারে ৭৬ বলে ৪৮ রান করে রিতু আউট হয়ে যান। সাত নম্বরে উইকেটে এসে ৫৩ বলে ফাহিমা আক্তার অপরাজিত ৪৪ রান করলে পৌনে দু শ ছাড়ায় বাংলাদেশ। শেষ উইকেটে মারুফাকে নিয়ে অবিচ্ছিন্ন ১২ রানের জুটি গড়েন ফাহিমা। তাঁর ইনিংসটি ৪টি চারে সাজানো।
লক্ষ্য ছোট হওয়ায় সহজেই জিতে যায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই মারুফা আক্তার পাকিস্তানি ওপেনার সাওয়াল জুলফিকারকে (২) ফিরিয়ে দিলেও দ্বিতীয় উইকেটে সিদ্রা আমিনকে নিয়ে ৮০ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন আরেক ওপেনার মুনীবা আলী। ৩৭ রান করে সিদ্রা আউট হন। আউট হওয়ার আগে মুনীবা ৯৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। মুনীবার পর আলিয়া রিয়াজ উইকেটে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৫২ রান করেন তিনি। মারুফা ছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন নাহিদা ও রাবেয়া।
জিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। এই ফলাফলের ওপরই নির্ভর করছে জ্যোতিদের বিশ্বকাপে খেলা না খেলা।
এই ম্যাচে থাইল্যান্ড জিতলে, বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের। আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে হিসাব হবে রানরেটের। তখন বাংলাদেশ ও ওয়েস্ট উইন্ডিজের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় শ্রেয়তর রানরেটের ভিত্তিতেই ঠিক হবে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে কোন দল।
বিশ্বকাপ বাছাইয়ে আগের চার ম্যাচের চারটিতেই ২০০ পেরোনো স্কোর গড়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান দরকার ছিল, সেই ম্যাচেই কিনা জ্যোতিরা ৫০ ওভার খেলেও ৯ উইকেটে রান তুলতে পারলেন মাত্র ১৭৮; যা টপকে যেতে মোটেও বেগ পেতে হয়নি স্বাগতিক পাকিস্তানি মেয়েদের। ৭ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলে পাকিস্তান (১৮১/৩)।
বড় স্কোর গড়ার আশা নিয়েই টস জিতে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন তাঁরা। মাত্র ২১ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে দুই ওপেনার ফারজানা হক (০), দিলারা আক্তার (১৩) এবং ফর্মে থাকা অধিনায়ক জ্যোতিকে (১)।
এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা ও রিতু মনি। শুরুর ধাক্কা সামলে ৪৪ রানের জুটি গড়েন তাঁরা। তবে বড় স্কোরের জন্য এই জুটিটি আরও বড় হওয়ার দরকার ছিল। কিন্তু তা হতে দেননি ডায়ানা বেগ। ব্যক্তিগত ২৪ রানে শারমিনকে ফিরিয়ে দেন তিনি। তখন স্কোরবোর্ড বাংলাদেশ—৫৬ /৪।
এরপর নাহিদা আক্তারকে নিয়ে পঞ্চম উইকেটেও ৪৪ রানের আরেকটি জুটি গড়েন রিতু। তিনিই ফিফটিশূন্য বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ৫টি চারে ৭৬ বলে ৪৮ রান করে রিতু আউট হয়ে যান। সাত নম্বরে উইকেটে এসে ৫৩ বলে ফাহিমা আক্তার অপরাজিত ৪৪ রান করলে পৌনে দু শ ছাড়ায় বাংলাদেশ। শেষ উইকেটে মারুফাকে নিয়ে অবিচ্ছিন্ন ১২ রানের জুটি গড়েন ফাহিমা। তাঁর ইনিংসটি ৪টি চারে সাজানো।
লক্ষ্য ছোট হওয়ায় সহজেই জিতে যায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই মারুফা আক্তার পাকিস্তানি ওপেনার সাওয়াল জুলফিকারকে (২) ফিরিয়ে দিলেও দ্বিতীয় উইকেটে সিদ্রা আমিনকে নিয়ে ৮০ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন আরেক ওপেনার মুনীবা আলী। ৩৭ রান করে সিদ্রা আউট হন। আউট হওয়ার আগে মুনীবা ৯৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। মুনীবার পর আলিয়া রিয়াজ উইকেটে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৫২ রান করেন তিনি। মারুফা ছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন নাহিদা ও রাবেয়া।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
১ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে