Ajker Patrika

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ক্রীড়া ডেস্ক    
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল। ছবি: বিসিবি
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল। ছবি: বিসিবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। শাহজালাল বিমানবন্দরে তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে। অধিনায়ক সালমান আলী আঘা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ এই বহরে ঢাকায় পা রাখেন।

করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান সালমানরা। দলের বাকি সদস্যদের নিয়ে বিকেলে দ্বিতীয় বহর এসে পৌঁছানোর কথা। আগামী ২০,২২ ও ২৪ জুলাই, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন লিটনরা।

সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’

বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’

ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত