Ajker Patrika

বাংলাদেশের সঙ্গে রুদ্ধশ্বাস জয়ের পরও কিসের ‘আক্ষেপ’ প্রোটিয়া ব্যাটারের 

আপডেট : ১১ জুন ২০২৪, ১২: ১৬
বাংলাদেশের সঙ্গে রুদ্ধশ্বাস জয়ের পরও কিসের ‘আক্ষেপ’ প্রোটিয়া ব্যাটারের 

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মানেই যেন ‘লো স্কোরিং থ্রিলার’। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পর গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঘটেছে একই ঘটনা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের পরও কিছুটা আক্ষেপ রয়েছে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের। 

টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪.২ ওভারে ৪ উইকেটে ২৩ রান। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ক্লাসেন ও ডেভিড মিলার ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত করেছে ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৭ উইকেটে ১০৯ রানে থেমে গেছে। 

৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোরটা আরও একটু বেশি না হওয়ার আক্ষেপ করছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘জয়টা সন্তোষজনক ছিল না। তবে জিততে পেরে ভালো লাগছে। উইকেটটা শট খেলার জন্য ভালো না। তবে ডেভিড গত ম্যাচে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হয়। তার থেকে তথ্য নিয়েছি। আমরা দারুণ স্কোর করেছি। তবে ১০ রান কম হয়েছে।’ 

টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে যে ক্লাসেন অভ্যস্ত, স্কোরই বলে দিচ্ছে তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে। শুধু তাই নয়, নিউইয়র্কে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে। নাসাউ কাউন্টিতে কোনো ম্যাচেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি প্রোটিয়ারা। ক্লাসেনের মতে জিতলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রোটিয়া ব্যাটার বলেন, ‘আমাদের অভিজ্ঞতা রয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছি। জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করেছে ছেলেদের। তিনটি চাপের ম্যাচ খেলেছি এখনো পর্যন্ত। আমরা উঠে গেছি। আর এক ম্যাচ পরই খেলব পরের রাউন্ডে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত