অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মোহাম্মদ সালাহউদ্দিনের কাজ করাটা নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের কোচিং সেটাপে থাকার পাশাপাশি বিসিবির একাডেমিতেও কাজ করেছেন। এবার তিনি ফিরলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়ে। মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে বিসিবির কথা উল্লেখ করেছেন।
২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাহউদ্দিন। ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি। ২০২৫ এর মার্চ পর্যন্ত বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করেছে। সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাহউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত, তখন তিনি মিরপুরে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’
ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’
বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মোহাম্মদ সালাহউদ্দিনের কাজ করাটা নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের কোচিং সেটাপে থাকার পাশাপাশি বিসিবির একাডেমিতেও কাজ করেছেন। এবার তিনি ফিরলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়ে। মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে বিসিবির কথা উল্লেখ করেছেন।
২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাহউদ্দিন। ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি। ২০২৫ এর মার্চ পর্যন্ত বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করেছে। সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাহউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত, তখন তিনি মিরপুরে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’
ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’
বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৩ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৩ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৪ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
৫ ঘণ্টা আগে