ম্যাচ শুরুর আগের দিনই সংবাদ সম্মেলনে চণ্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, নাহিদ রানা অথবা মুশফিক হাসান যেকোনো একজনের অভিষেক হচ্ছে টেস্টে। শেষ পর্যন্ত অভিষেক হলো নাহিদ রানার।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিনে মেহেদী হাসান মিরাজর সঙ্গে আছেন তাইজুল ইসলাম, যার মধ্যে মেহেদী হাসান মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা যাবে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে। মুমিনুল হক ও শান্তর মধ্যে ৩ ও ৪ নম্বর জায়গা অদলবদল হতে পারে। কেননা, টেস্টে বেশির ভাগ সময়ই মুমিনুল ৩, ৪—এই দুই পজিশনেই ব্যাটিং করেছেন। মিডল অর্ডারে থাকছেন লিটন দাস ও শাহাদাত হোসেন দীপু। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে তাঁর হাতে।
শ্রীলঙ্কার একাদশেও পেসারদের আধিপত্য। কাসুন রাজিথা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো—তিন স্বীকৃত পেসারের পাশাপাশি থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার। পাশাপাশি ওপেনার দিমুথ করুণারত্নে খণ্ডকালীন পেসারের কাজও করে থাকেন। করুণারত্নের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েছেন নিশান মাদুশকা। উইকেটরক্ষকের দায়িত্বে থাকা কুশল মেন্ডিস ব্যাটিং করবেন টপ অর্ডারে। দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা খেলবেন মিডল অর্ডারে। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংটাও দারুণ করেন তিনি। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ম্যাথুস ও দিনেশ চান্দিমালের সঙ্গে আছেন কামিন্দু মেন্ডিস। স্পিন বোলিং অলরাউন্ডারের কাজটাও করতে পারেন কামিন্দু । দুই স্পিন বোলিং অলরাউন্ডার ডি সিলভা ও কামিন্দুর সঙ্গে থাকছেন একমাত্র স্বীকৃত স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্দিস, প্রবাথ জয়াসুরিয়া, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা
ম্যাচ শুরুর আগের দিনই সংবাদ সম্মেলনে চণ্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, নাহিদ রানা অথবা মুশফিক হাসান যেকোনো একজনের অভিষেক হচ্ছে টেস্টে। শেষ পর্যন্ত অভিষেক হলো নাহিদ রানার।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিনে মেহেদী হাসান মিরাজর সঙ্গে আছেন তাইজুল ইসলাম, যার মধ্যে মেহেদী হাসান মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা যাবে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে। মুমিনুল হক ও শান্তর মধ্যে ৩ ও ৪ নম্বর জায়গা অদলবদল হতে পারে। কেননা, টেস্টে বেশির ভাগ সময়ই মুমিনুল ৩, ৪—এই দুই পজিশনেই ব্যাটিং করেছেন। মিডল অর্ডারে থাকছেন লিটন দাস ও শাহাদাত হোসেন দীপু। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে তাঁর হাতে।
শ্রীলঙ্কার একাদশেও পেসারদের আধিপত্য। কাসুন রাজিথা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো—তিন স্বীকৃত পেসারের পাশাপাশি থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার। পাশাপাশি ওপেনার দিমুথ করুণারত্নে খণ্ডকালীন পেসারের কাজও করে থাকেন। করুণারত্নের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েছেন নিশান মাদুশকা। উইকেটরক্ষকের দায়িত্বে থাকা কুশল মেন্ডিস ব্যাটিং করবেন টপ অর্ডারে। দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা খেলবেন মিডল অর্ডারে। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংটাও দারুণ করেন তিনি। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ম্যাথুস ও দিনেশ চান্দিমালের সঙ্গে আছেন কামিন্দু মেন্ডিস। স্পিন বোলিং অলরাউন্ডারের কাজটাও করতে পারেন কামিন্দু । দুই স্পিন বোলিং অলরাউন্ডার ডি সিলভা ও কামিন্দুর সঙ্গে থাকছেন একমাত্র স্বীকৃত স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্দিস, প্রবাথ জয়াসুরিয়া, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে