Ajker Patrika

গম্ভীর-আনুশকাদের ব্যাপারে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

আনুশকা শর্মা, গৌতম গম্ভীরদের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড কঠোর হচ্ছে। ছবি: ইনস্টাগ্রাম
আনুশকা শর্মা, গৌতম গম্ভীরদের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড কঠোর হচ্ছে। ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় ক্রিকেট দলের অবস্থা এখন ভালো নয়। বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে খেলার সুযোগটুকু নিজ হাতে নষ্ট করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার প্রধান কোচ গৌতম গম্ভীর ও ক্রিকেটারদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে।

ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই যে কঠোর হচ্ছে, সেটার কোপ পড়বে তাঁদের পরিবারের ওপর। ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণের এক প্রতিবেদনে জানা গেছে, ৪৫ দিনের সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্য, বিশেষ করে স্ত্রী দুই সপ্তাহের জন্য থাকতে পারবে বলে বিসিসিআই নিয়ম করছে। শুধু তাই নয়, দলের অন্যান্য সদস্যদের সঙ্গে ক্রিকেটারদের টিম বাসে যেতে হবে। ক্রিকেটারদের একা ঘোরাফেরা ভারতীয় বোর্ড মেনে নেবে না। গম্ভীর ও তাঁর ম্যানেজার গৌরব অরোরার ব্যাপারে কঠোর হচ্ছে বিসিসিআই। টিম হোটেলে অরোরা থাকতে পারবেন না। এমনকি স্টেডিয়ামের ভিআইপি বক্সেও থাকার অনুমতি পাবেন না গম্ভীরের ম্যানেজার। টিম বাসসহ কোথাও অরোরা থাকতে পারবেন না গম্ভীরের সঙ্গে।

এখনো পর্যন্ত পরিবার, বিশেষ করে লম্বা সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী পুরোটা সময় থাকার অনুমতি আছে। তবে এখন কঠোর হচ্ছে বিসিসিআই। কারণ, ভারতীয় বোর্ডের মনে হচ্ছে বিদেশে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকলে ক্রিকেটারদের পারফরম্যান্সে সেটা প্রভাব ফেলে। ২০১৯ সালের আগে যে নিয়ম ছিল, সেটা পুনরায় চালু হচ্ছে এবার।

দৈনিক জাগরণের প্রতিবেদনে কোচ, ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় বোর্ডের অন্যান্য ব্যাপারে কঠোর হওয়ার কথাও শোনা যাচ্ছে। বিমানে ভ্রমণের সময় ক্রিকেটারদের ১৫০ কেজির ওপর কোনো লাগেজ বিসিসিআই নিতে দেবে না। ক্রিকেটারদের খরচ নিজেদেরই বহন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত