Ajker Patrika

নান্নুও বলছেন, পরের বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নান্নুও বলছেন, পরের বিশ্বকাপ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বলা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ‘সব সময়ই বুঝতে হবে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ’ গত দুই বছরে এতটা ছড়িয়েছে, কদিন আগে তিনি কথাটা অস্বীকার করার পরও চিত্র বদলায়নি। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলছেন, তাঁদের ভাবনাতে পরের বিশ্বকাপ।

দীর্ঘ সময় বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব শেষে নান্নু এখন কাজ করছেন হাইপারফরম্যান্স বিভাগে। ভালো মানের খেলোয়াড় তৈরি ও পরিচর্যার কাজে নিয়োজিত নান্নু বিশ্বকাপে ভালো করতে বিসিবির করণীয় তুলে ধরেছেন। তিনি আজ মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টিতে খুব একটা ভালো দল নয়। একটা সংস্করণে ভালো দল গড়ে তারপর বিশ্বকাপের চিন্তা করা উচিত। হুট করে বিশ্বকাপ জেতা কঠিন। একটা সময় দরকার। সেই সময়ের মধ্যে দলকে যদি তৈরি করতে পারি, তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করতে পারি।’

ভালো ক্রিকেটার তৈরি না হওয়ার পেছনে কিছু বাস্তবতা তুলে ধরেছেন নান্নু, ‘আমাদের ক্রিকেট ঢাকাকেন্দ্রিক। চারটা সেন্টারে যদি ৪টা এইচপি থাকত, ৮০ জন ক্রিকেটার তৈরি করা যেত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এখন আঞ্চলিক সংস্থা কাজ শুরু করেছে। যদি অন্তত চারটা সেন্টার করা যায়, তাহলে বেশ কিছু সংখ্যক ক্রিকেটার তৈরি করা যাবে। একটা টেস্ট খেলুড়ে দেশের টেস্ট দল যেভাবে হয় প্রথম শ্রেণির ক্রিকেট সেভাবেই গড়ে তুলতে হয়। আমাদের সেভাবে হচ্ছে না। কাজ করা হচ্ছে। আশা করি দুই বছরের মধ্যে একটা ভালো ফল দেখা যাবে। এখন যা আছে, সেটা নিয়েই এগোতে হবে।’

পাইপলাইন সমৃদ্ধ করার ব্যাপারে নান্নু আরও যোগ করেছেন, ‘‘২৭ ক্রিকেটারকে তৈরি করতে হচ্ছে তিন সংস্করণে। অন্তত ৪৫ জন ক্রিকেটার দরকার। প্ল্যাটফর্মে খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে সেভাবে পরিচর্যা করতে হবে। মাঝে ‘এ’ দল আর এইচপির ম্যাচ পাওয়া যাচ্ছিল না। এখন হচ্ছে। এটার ধারাবাহিকতা থাকলে খেলোয়াড়েরা অভিজ্ঞ হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ পাবে।’’

বাংলাদেশের একমাত্র নিয়মিত টি-টোয়েন্টি লিগ বিপিএলের বাইরে আরও একটি ২০ ওভারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য বিসিবির। সেই এনসিএল টি-টোয়েন্টি হবে ১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মাধ্যমে। নান্নুর আশা, নতুন ঘরোয়া মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত