Ajker Patrika

বিশ্বকাপের মধ্যে ভেঙে গেল লঙ্কান ক্রিকেট বোর্ড, দায়িত্বে রানাতুঙ্গা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১: ৫৭
বিশ্বকাপের মধ্যে ভেঙে গেল লঙ্কান ক্রিকেট বোর্ড, দায়িত্বে রানাতুঙ্গা

২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বাংলাদেশ, নিউজিল্যান্ড-দুটি দলের বিপক্ষেই লঙ্কানদের জয়ের কোনো বিকল্প নেই। যেখানে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লঙ্কানরা খেলবে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ম্যাচের আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে। নতুন এই কমিটির প্রধান হয়েছেন অর্জুনা রানাতুঙ্গা। 

দেশটির ক্রীড়া মন্ত্রী রোশন রনসিঙ্গে এসএলসির সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন। রানাতুঙ্গাকে প্রধান করে ১৯৭৩ সালের ২৫ নম্বর ক্রীড়া আইন অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। আজ (৬ নভেম্বর) থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। যেখানে এসএলসির আগের কমিটি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাত সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন কমিটিতে আইনজীবী ও বিচারকদের সংখ্যাই বেশি। রানাতুঙ্গা তো এই কমিটির প্রধান। সঙ্গে থাকছেন দেশটির সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত দুই বিচারক এস আই ইমাম ও রোহিনি মারাসিঙ্গে। ইরাঙ্গানি পেরেরা হচ্ছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক। আইনজীবী রাকিথা রাজাপক্ষে থাকছেন নতুন কমিটিতে। সাত সদস্যের কমিটিতে বাকি দুইজন হচ্ছেন উপালি ধর্মদাসা ও হিশাম জামালদীন। 

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা সর্বশেষ ম্যাচ খেলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে গত ২ নভেম্বর। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে ৩৫৭ রান করেছে। এরপর লঙ্কানরা ৫৫ রানে অলআউট হয়েছে। লঙ্কানরা ৩০২ রানে হারার পর এসএলসির ওপর ক্ষোভ ঝেরেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া মন্ত্রণালয় ৩ নভেম্বর রাতে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘এসএলসির কর্মকর্তাদের দায়িত্ব পালন করার কোনো নৈতিক অধিকার নেই। তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত।’ এরপর ৪ নভেম্বর এসএলসির সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মোহন ডি সিলভা। 

এসএলসির সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি: 
অর্জুনা রানাতুঙ্গা (চেয়ারম্যান) 
এস আই ইমাম, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক
রোহিনি মারাসিঙ্গে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক
ইরাঙ্গানি পেরেরা, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক 
রাকিথা রাজাপক্ষে (অ্যাটর্নি অ্যাট ল) 
হিশাম জামালদীন
উপালি ধর্মদাসা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত