Ajker Patrika

এশিয়া কাপে ভুল করা আফগানদের সেই অ্যানালিস্টকে এনেছে বিসিবি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫: ১০
এশিয়া কাপে ভুল করা আফগানদের সেই অ্যানালিস্টকে এনেছে বিসিবি

লাহোরে এশিয়া কাপে আফগানিস্তান-শ্রীলঙ্কার সেই ম্যাচটা মনে আছে? ম্যাচের শেষ দিকে হিসাব না বুঝে আফগানদের ম্যাচ হারার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল তখন। আর যাঁর ভুলে এত বড় 'সর্বনাশ' আফগানিস্তানের, তাদের সেই কম্পিউটার বিশ্লেষককে এবার বিসিবি অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ দলে৷

তিন মাস আগে এশিয়া কাপ শেষ হলেও আফগানিস্তান-শ্রীলঙ্কার গ্রুপ পর্বের ম্যাচটার বিশেষ এক তাৎপর্য রয়েছে। সেই ম্যাচে জিতলেই সুপার ফোরে জায়গা পেত আফগানরা। কিন্তু জয়ের পথে থাকা দলটি তীরে এসে তরি ডুবিয়েছে। সেটিও উইকেট বিলিয়ে নয়, নেট রানরেটের হিসাব ভুল করে। 

শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্যে ৩৭.১ ওভারের মধ্যে জিততে হতো আফগানিস্তানকে। ৩৭.১ ওভারের মধ্যে জিততে না পারলেও পরে সুযোগ ছিল তাদের। সে ক্ষেত্রে ২৯৫ রান করতে হতো ৩৭.৪ ওভারে। এমনকি ২৯১ রানের স্কোর টাই হওয়ার পরও ছক্কা মেরে জিততে পারলে আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত। কিন্তু এই নিয়মটা জানত না আফগানিস্তানের কোচিং স্টাফসহ কেউই। ম্যাচ শেষে নিজেদের অপারগতা স্বীকার করেছেন দলের কোচ জনাথন ট্রট। 

অন্যদের জানা না থাকলেও বিষয়টা জানা উচিত ছিল সবশেষ টুর্নামেন্টে আফগানদের অ্যানালিস্ট হিসেবে কাজ করা মহসিন শেখ পারভেজের। কারণ তাঁর কাজই হচ্ছে ম্যাচের গাণিতিক হিসাবের খুঁটিনাটি পরীক্ষা করা। কিন্তু তিনি সঠিক তথ্য দিতে না পারায় পরে সেই ভুলের মাশুল দিতে হয়েছে জয়ের পথে থাকা মোহাম্মদ নবী-রশিদ খানদের। ৩৭ ওভারের শেষ বলে রশিদ চার মারলে আফগানদের জয়ে প্রয়োজন ছিল ৩ রান। পরের ওভারের প্রথম বলে মুজিব উর রহমান আউট হলে তারা ধরেই নেয় ম্যাচ শেষ হয়ে গেছে। কিন্তু ম্যাচ শেষে জানা যায়, জয়ের সুযোগ ছিল তাদের। 

এশিয়া কাপে ভুল করা আফগানিস্তানের সেই অ্যানালিস্ট মহসিনকে গতকাল দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থায়ীভাবে অবশ্য তাঁর সঙ্গে চুক্তি করেনি বিসিবি। শুধু চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে বিসিবি। সেবার ভুল করলেও অ্যানালিস্ট হিসেবে প্রায় দুই দশক কাজ করার অভিজ্ঞতা রয়েছে মহসিনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত