ক্রীড়া ডেস্ক
প্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে পার্থ স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গ্যাবা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)— প্রথম চার টেস্টের পিচকে সবচেয়ে ভালো রেটিং দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার হিসেবে এটিই সর্বোচ্চ রেটিং। দ্বিতীয় সর্বোচ্চ ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পিচকে। এই মাঠেই হয়েছে পঞ্চম তথা অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে দর্শকসংখ্যাও গড়েছে রেকর্ড। এমসিজিতে সাড়ে ৩ লাখের বেশি দর্শক খেলা দেখেছেন। অন্যান্য ম্যাচেও গ্যালারি ছিল দর্শকপূর্ণ। টেস্টে এত দর্শক হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার পিচ কিউরেটরদের অবদান রয়েছে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশনসের প্রধান পিটার রোচ। সিএ’র ক্রিকেট অপারেশনসের প্রধান বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য আমরা যে মানের পিচ প্রস্তুত করেছি, তাতে আমরা উচ্ছ্বসিত। দেশজুড়ে ভেন্যুগুলোতে যে কিউরেটররা কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ভেন্যুগুলোতে ভিন্নধর্মী বৈশিষ্ট্য যাতে দেখা যায়, সেরকম পিচ বানাতে আমরা উৎসাহিত করি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য এটা। এ কারণেই অস্ট্রেলিয়ায় টেস্ট এত জনপ্রিয়।’
ব্রিসবেন, এমসিজি—বোর্ডার-গাভাস্কার ট্রফির এই দুই টেস্ট পাঁচ দিনে গড়িয়েছে। যার মধ্যে ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট পঞ্চম দিনে গড়ানোতে বৃষ্টির অবদানই বেশি। এমসিজি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৮৪ রানে। পার্থে প্রথম টেস্ট শেষ হয়েছে চার দিনে। এই টেস্ট ভারত জিতেছে ২৯৫ রানে। পার্থ, এমসিজি টেস্টের ফল দেখে একতরফা মনে হলেও ম্যাচের মোড় বদলেছে বারবার। সিডনিতে তিন দিনে শেষ হওয়া টেস্টে অজিরা ৬ উইকেটে জিতলেও ভারতের বোলাররা চেপে ধরেছিলেন। তবে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে। গোলাপি বলের টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে।
২০২৩ সালে আইসিসি পিচ রেটিংয়ের সিস্টেমে পরিবর্তন এনেছে। ৬ ক্যাটেগরিকে চারটিতে নামিয়ে আনে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক, আনফিট-এই চার ক্যাটেগরি রয়েছে আইসিসির সংশোধিত রেটিং সিস্টেমে।
প্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে পার্থ স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গ্যাবা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)— প্রথম চার টেস্টের পিচকে সবচেয়ে ভালো রেটিং দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার হিসেবে এটিই সর্বোচ্চ রেটিং। দ্বিতীয় সর্বোচ্চ ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পিচকে। এই মাঠেই হয়েছে পঞ্চম তথা অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে দর্শকসংখ্যাও গড়েছে রেকর্ড। এমসিজিতে সাড়ে ৩ লাখের বেশি দর্শক খেলা দেখেছেন। অন্যান্য ম্যাচেও গ্যালারি ছিল দর্শকপূর্ণ। টেস্টে এত দর্শক হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার পিচ কিউরেটরদের অবদান রয়েছে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশনসের প্রধান পিটার রোচ। সিএ’র ক্রিকেট অপারেশনসের প্রধান বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য আমরা যে মানের পিচ প্রস্তুত করেছি, তাতে আমরা উচ্ছ্বসিত। দেশজুড়ে ভেন্যুগুলোতে যে কিউরেটররা কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ভেন্যুগুলোতে ভিন্নধর্মী বৈশিষ্ট্য যাতে দেখা যায়, সেরকম পিচ বানাতে আমরা উৎসাহিত করি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য এটা। এ কারণেই অস্ট্রেলিয়ায় টেস্ট এত জনপ্রিয়।’
ব্রিসবেন, এমসিজি—বোর্ডার-গাভাস্কার ট্রফির এই দুই টেস্ট পাঁচ দিনে গড়িয়েছে। যার মধ্যে ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট পঞ্চম দিনে গড়ানোতে বৃষ্টির অবদানই বেশি। এমসিজি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৮৪ রানে। পার্থে প্রথম টেস্ট শেষ হয়েছে চার দিনে। এই টেস্ট ভারত জিতেছে ২৯৫ রানে। পার্থ, এমসিজি টেস্টের ফল দেখে একতরফা মনে হলেও ম্যাচের মোড় বদলেছে বারবার। সিডনিতে তিন দিনে শেষ হওয়া টেস্টে অজিরা ৬ উইকেটে জিতলেও ভারতের বোলাররা চেপে ধরেছিলেন। তবে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে। গোলাপি বলের টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে।
২০২৩ সালে আইসিসি পিচ রেটিংয়ের সিস্টেমে পরিবর্তন এনেছে। ৬ ক্যাটেগরিকে চারটিতে নামিয়ে আনে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক, আনফিট-এই চার ক্যাটেগরি রয়েছে আইসিসির সংশোধিত রেটিং সিস্টেমে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৩ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে