Ajker Patrika

অস্ট্রেলিয়ার মতো জেতার ইচ্ছে নেই স্টোকসের

অস্ট্রেলিয়ার মতো জেতার ইচ্ছে নেই স্টোকসের

জনি বেয়ারস্টোর আউট এখন লর্ডস টেস্টের ‘হট টপিক।’ ম্যাচ শেষ হলেও রয়ে যায় তার রেশ। সরাসরি না বললেও বেন স্টোকস আকার-ইঙ্গিতে অস্ট্রেলিয়ানদের অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। 

গতকাল ছিল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের শেষ দিন। ইংল্যান্ডের ইনিংসের ৫২ তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন সতীর্থ স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টোর ধারণা বল ডেড হয়ে গেছে। এরপর তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। 

বেয়ারস্টোর আউটই যেন তাতিয়ে দেয় স্টোকসকে। ২১৪ বলে ৯টি করে চার ও ছক্কায় করেছেন ১৫৫ রান। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৪৩ রানে। ম্যাচ শেষে বেয়ারস্টোর আউট নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্টোকসকে। ইংল্যান্ড অধিনায়ক আকার-ইঙ্গিতে অস্ট্রেলিয়ার দিকেই আঙুল তুলেছেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে স্টোকস বলেন, ‘অন ফিল্ড আম্পায়ারদের নড়াচড়াই কি ওভার শেষ হওয়ার জন্য যথেষ্ট। আমার জানা নেই। জনি ক্রিজেই ছিল, এরপর ক্রিজ থেকে বেরিয়ে কথা বলতে এল। আউট নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাই না কারণ এটা আউট। তবে আমি কি সেভাবে ম্যাচ জিততাম? এর উত্তর না।’ 

বেয়ারস্টোর আউট নিয়ে প্রথম সেশন শেষ না হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্যে দর্শকেরা বলতে থাকেন, ‘সেই পুরোনো অস্ট্রেলিয়া। যারা সব সময়ই প্রতারণা করে।’  যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত