Ajker Patrika

‘একাদশে না থাকলেও মা জানতেন আমি খেলব’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৫১
‘একাদশে না থাকলেও মা জানতেন আমি খেলব’

ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন মারনাস লাবুশানের মা আলটাকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চাইলেই কাজে লাগাতে পারে। তাতে হয়তো ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে অস্ট্রেলিয়া। লাবুশানের মা গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে অন্তর্দৃষ্টির পরিচয় দিয়েছেন তা অবাক করার মতো।

ছেলে একাদশে নেই তা জানার পরও আলটা লাবুশানেকে আশ্বাস দিয়েছেন তিনি ম্যাচে খেলবেন। ম্যাচের সময় সাড়ে তিন ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর লাবুশানের মায়ের কথাই সত্যি হয়েছে। ক্যামেরুন গ্রিনের ‘কনকাশন সাব’ হিসেবে ব্যাটিংয়ে নামেন লাবুশানে। আর সুযোগ পেয়েই দলকে দুর্দান্ত এক জয় এনে দেন তিনি।

২২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া পরাজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ব্যাটিংয়ে নেমে দলকে ৩ উইকেটের জয় এনে দেন তিনি। খেলেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। অষ্টম উইকেটে তাঁকে সঙ্গ দেওয়া অ্যাশটন অ্যাগারের অবদান কম ছিল না। জয়ের ম্যাচে ৬৯ বলে ৪৮ অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এতে করে দক্ষিণ আফ্রিকার হয়ে টেম্বা বাভুমার দুরন্ত সেঞ্চুরি বিফলে যায়।

অস্ট্রেলিয়াকে দুর্দান্ত জয় এনে দেওয়ার পর মায়ের সঙ্গে লাবুশানেঅথচ, ম্যাচের মতোই ঘটনাচক্রে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন লাবুশানে। স্টিভেন স্মিথের চোটের কারণে সুযোগ পান প্রোটিয়া সফরে। ওয়ানডে ফর্ম এতটা বাজে যে বিশ্বকাপ স্কোয়াডেই সুযোগ হয়নি লাবুশানের। অথচ সেই তিনি ঘটনাচক্রে সুযোগ পেয়ে দলকে ম্যাচ জেতালেন। নিশ্চয়ই খাদের কিনারা থেকে দলকে ম্যাচ জয়ের আত্মবিশ্বাসটা মায়ের এমন বিশ্বাস থেকেই পেয়েছেন তিনি। 

ম্যাচ শেষে মায়ের বিশ্বাস নিয়ে লাবুশানে বলেছেন, ‘তিনি দুর্দান্ত একজন নারী। তিনি পুরো ম্যাচেই ছিলেন। যদিও আমি ম্যাচের প্রথম সাড়ে তিন ঘণ্টা খেলিনি। কিন্তু তাঁর একটা অনুভূতি ছিল। আমি এখানে আসার পর তিনি অনড় ছিলেন যে এই ম্যাচে খেলব। তাঁকে বললাম, মা একাদশ দেখেছি, আমি দলে নেই। এর পরও তাঁর অনুভূতি হলো আমি খেলব। এবং শেষ পর্যন্ত তিনিই সঠিক। সত্যি বলতে, এটা ভাষায় প্রকাশ করা কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত