আইসিসি ইভেন্টে পাকিস্তানকে নিয়ে বাজি ধরার লোক খুব কমই আছেন। যাদের নামের সঙ্গে জুড়ে গেছে ‘আনপ্রেডিক্টবেল’ তকমা, তাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা ভীষণ মুশকিল। হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে তাদের ভালো জানা। মোহাম্মদ আমির তেমনই ইঙ্গিত দিলেন।
যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই দেয়ালে পিঠ ঠেকে যায় পাকিস্তানের। সুপার এইটে ওঠা নিজেদের পারফরম্যান্সের চেয়ে বেশি নির্ভর করছে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচগুলোর ওপর। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেল পাকিস্তান। ১৫ বল হাতে রেখে পাওয়া জয়ে বাবর আজমের দলের নেট রানরেট + ০.১৯১।
গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্লোরিডায়। তার আগে ১৪ জুন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে যেন যুক্তরাষ্ট্র হেরে যায়, সেই প্রার্থনা করতে হবে পাকিস্তানকে। নিউইয়র্কে গত রাতে পাকিস্তানের স্বস্তির জয় এনে দেওয়ার নায়ক আমির ৪ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। ম্যাচ-সেরা আমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘জয়টা অবশ্যই দরকার ছিল। পরের ম্যাচটাও জিততে হবে। তারপর দেখা যাক।’
কানাডার ইনিংসের তৃতীয় ওভারে আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম বলেই আমিরকে পয়েন্ট দিয়ে চার মারেন কানাডার ওপেনার নবনীত ধালিওয়াল। বাউন্ডারি হজমের পর টানা ৪ বল ডট দিয়ে ওভারের শেষ বলে ধালিওয়ালকে বোল্ড করেন আমির। আমির ১৭তম ওভারে নিয়েছেন কানাডার অধিনায়ক সাদ বিন জাফরের উইকেট। পাকিস্তানি বাঁহাতি পেসার ২টি চার হজম করলেও যে ১৩ রান দিয়েছেন, তা সম্ভব হয়েছে ১৭ বল ডট দেওয়ার কারণে। আমির বলেন, ‘পেশাদার হিসেবে আপনার দায়িত্বটা স্পষ্ট বুঝতে হবে। আমি জানি যে নতুন বল এবং শেষে ভালো বোলিং করতে হবে। সবকিছুর জন্য আমি প্রস্তুত।’
আইসিসি ইভেন্টে পাকিস্তানকে নিয়ে বাজি ধরার লোক খুব কমই আছেন। যাদের নামের সঙ্গে জুড়ে গেছে ‘আনপ্রেডিক্টবেল’ তকমা, তাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা ভীষণ মুশকিল। হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে তাদের ভালো জানা। মোহাম্মদ আমির তেমনই ইঙ্গিত দিলেন।
যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই দেয়ালে পিঠ ঠেকে যায় পাকিস্তানের। সুপার এইটে ওঠা নিজেদের পারফরম্যান্সের চেয়ে বেশি নির্ভর করছে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচগুলোর ওপর। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেল পাকিস্তান। ১৫ বল হাতে রেখে পাওয়া জয়ে বাবর আজমের দলের নেট রানরেট + ০.১৯১।
গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্লোরিডায়। তার আগে ১৪ জুন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে যেন যুক্তরাষ্ট্র হেরে যায়, সেই প্রার্থনা করতে হবে পাকিস্তানকে। নিউইয়র্কে গত রাতে পাকিস্তানের স্বস্তির জয় এনে দেওয়ার নায়ক আমির ৪ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। ম্যাচ-সেরা আমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘জয়টা অবশ্যই দরকার ছিল। পরের ম্যাচটাও জিততে হবে। তারপর দেখা যাক।’
কানাডার ইনিংসের তৃতীয় ওভারে আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম বলেই আমিরকে পয়েন্ট দিয়ে চার মারেন কানাডার ওপেনার নবনীত ধালিওয়াল। বাউন্ডারি হজমের পর টানা ৪ বল ডট দিয়ে ওভারের শেষ বলে ধালিওয়ালকে বোল্ড করেন আমির। আমির ১৭তম ওভারে নিয়েছেন কানাডার অধিনায়ক সাদ বিন জাফরের উইকেট। পাকিস্তানি বাঁহাতি পেসার ২টি চার হজম করলেও যে ১৩ রান দিয়েছেন, তা সম্ভব হয়েছে ১৭ বল ডট দেওয়ার কারণে। আমির বলেন, ‘পেশাদার হিসেবে আপনার দায়িত্বটা স্পষ্ট বুঝতে হবে। আমি জানি যে নতুন বল এবং শেষে ভালো বোলিং করতে হবে। সবকিছুর জন্য আমি প্রস্তুত।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে