Ajker Patrika

বিশ্বকাপে পাকিস্তানের চমক এখনো বাকি আছে, জানালেন আমির 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ জুন ২০২৪, ১৮: ১৩
Thumbnail image

আইসিসি ইভেন্টে পাকিস্তানকে নিয়ে বাজি ধরার লোক খুব কমই আছেন। যাদের নামের সঙ্গে জুড়ে গেছে ‘আনপ্রেডিক্টবেল’ তকমা, তাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা ভীষণ মুশকিল। হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে তাদের ভালো জানা। মোহাম্মদ আমির তেমনই ইঙ্গিত দিলেন। 

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই দেয়ালে পিঠ ঠেকে যায় পাকিস্তানের। সুপার এইটে ওঠা নিজেদের পারফরম্যান্সের চেয়ে বেশি নির্ভর করছে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচগুলোর ওপর। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেল পাকিস্তান। ১৫ বল হাতে রেখে পাওয়া জয়ে বাবর আজমের দলের নেট রানরেট ‍+ ০.১৯১। 

গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্লোরিডায়। তার আগে ১৪ জুন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে যেন যুক্তরাষ্ট্র হেরে যায়, সেই প্রার্থনা করতে হবে পাকিস্তানকে। নিউইয়র্কে গত রাতে পাকিস্তানের স্বস্তির জয় এনে দেওয়ার নায়ক আমির ৪ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। ম্যাচ-সেরা আমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘জয়টা অবশ্যই দরকার ছিল। পরের ম্যাচটাও জিততে হবে। তারপর দেখা যাক।’ 

কানাডার ইনিংসের তৃতীয় ওভারে আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম বলেই আমিরকে পয়েন্ট দিয়ে চার মারেন কানাডার ওপেনার নবনীত ধালিওয়াল। বাউন্ডারি হজমের পর টানা ৪ বল ডট দিয়ে ওভারের শেষ বলে ধালিওয়ালকে বোল্ড করেন আমির। আমির ১৭তম ওভারে নিয়েছেন কানাডার অধিনায়ক সাদ বিন জাফরের উইকেট। পাকিস্তানি বাঁহাতি পেসার ২টি চার হজম করলেও যে ১৩ রান দিয়েছেন, তা সম্ভব হয়েছে ১৭ বল ডট দেওয়ার কারণে। আমির বলেন, ‘পেশাদার হিসেবে আপনার দায়িত্বটা স্পষ্ট বুঝতে হবে। আমি জানি যে নতুন বল এবং শেষে ভালো বোলিং করতে হবে। সবকিছুর জন্য আমি প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত