Ajker Patrika

হাথুরু-গামিনির ব্যাপারে তাহলে কী সিদ্ধান্ত বিসিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ ক্রিকেটে দুই আলোচিত বিদেশি চরিত্র চন্ডিকা হাথুরুসিংহে আর গামিনি ডি সিলভা। দুই শ্রীলঙ্কানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের যোগ অনেকদিন ধরে। বাংলাদেশ ক্রিকেটের দুজনের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। হাথুরুসিংহের ব্যাপারে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ সরাসরি বলেছিলেন ‘ওই স্ট্যান্ড (হাথুরুকে বিদায়) থেকে সরিনি।’ আজ কিছুটা কূটনৈতিক উত্তর মিলল ফারুকের কাছ থেকে।

হাথুরু প্রসঙ্গ আসতেই হাসলেন ফারুক। তবে তিনি জানিয়ে রাখলেন, চলমান টেস্ট সিরিজের মধ্যে হাথুরুর ব্যাপারে সিদ্ধান্ত নয়। ফারুক বললেন, ‘আমাদের আলাপ হয়েছে। সাকিবের মামলার ঘটনার মতো বলতে হয় টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চাই না। বিশেষ করে সফরের মাঝখানে। একটা স্বায়ত্তসাশিত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যেকোনো কিছু করতে পারেন। তবে অন্য কিছুতে প্রভাব পড়বে, এমন কিছু করা যাবে না। আবার এমন নয়ই যে কিছু করা যাবে না। এই টেস্ট সিরিজ যাক, আমরা আলাপ করছি। এটা তদন্তের মতোই। কতটা বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি হয়েছে, সেটা আগে দেখে আমরা একটা সিদ্ধান্ত নেবে। শিগগির কিছু একটা দেখতে পাবেন।’ 

হাথুরুর বিদায় নিয়ে আবার প্রশ্ন হলে ফারুক উত্তর দেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এরকম সুযোগ হয় না। প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যেরকস ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’ 

মিরপুরের অনুনেময়, রহস্যময় উইকেট নিয়ে প্রশ্ন থাকে সব সময়। কেউ কেউ মিরপুরের উইকেট ‘ধান খাতে’র সঙ্গে তুলনাও করেন। এর এটির পেছনে গামিনি ডি সিলভা কাঠগড়ায় ওঠেন। এই লঙ্কান কিউরেটরকে কবে বিদায় দিচ্ছে বিসিবি, সেটির ব্যাখ্যায় ফারুক বললেন, ‘যখন হোম সিরিজটা খেলি, যে ম্যাচগুলো বিদেশি দলের সঙ্গে, সেখানে শুধু গামিনি নয়; প্রধান কোচ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান—সবার চাওয়া থাকে। সব দলই ঘরের মাঠের সুবিধা নেওয়ার চেষ্টা করে। গামিনি আমাদের আরও মাঠে কাজ করতে পারে। (উইকেট কেমন হয়) সিরিজ বাই সিরিজ ঠিক হয়। দুর্নীতি যে হয়েছে, কী মাত্রায় হয়েছে সেটা বের করা আমাদের কাজ। আমার মাত্র সাত দিন হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। কিছুই বন্ধ করা যাবে না, সব কাজই করতে হবে। আমাকে এখন অনেক কিছু এক সঙ্গে করতে হচ্ছে।’ 

ফারুক আরও যোগ করেন, ‘ওর চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। তাকে বাদ দেওয়া যায় না, টমি হেমিং চলে গেছে, দুজন ভারতীয় কিউরেটর ছিলেন, চলে গেছেন। চাইলেই যে পাওয়া যাবে তা নয়। আমাদের অনেক গ্রাউন্ডস স্টাফ আছে, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞানের ছেলেদের অন্তর্ভুক্ত করা যায় কি না আমরা ভাবছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত