নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেটে দুই আলোচিত বিদেশি চরিত্র চন্ডিকা হাথুরুসিংহে আর গামিনি ডি সিলভা। দুই শ্রীলঙ্কানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের যোগ অনেকদিন ধরে। বাংলাদেশ ক্রিকেটের দুজনের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। হাথুরুসিংহের ব্যাপারে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ সরাসরি বলেছিলেন ‘ওই স্ট্যান্ড (হাথুরুকে বিদায়) থেকে সরিনি।’ আজ কিছুটা কূটনৈতিক উত্তর মিলল ফারুকের কাছ থেকে।
হাথুরু প্রসঙ্গ আসতেই হাসলেন ফারুক। তবে তিনি জানিয়ে রাখলেন, চলমান টেস্ট সিরিজের মধ্যে হাথুরুর ব্যাপারে সিদ্ধান্ত নয়। ফারুক বললেন, ‘আমাদের আলাপ হয়েছে। সাকিবের মামলার ঘটনার মতো বলতে হয় টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চাই না। বিশেষ করে সফরের মাঝখানে। একটা স্বায়ত্তসাশিত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যেকোনো কিছু করতে পারেন। তবে অন্য কিছুতে প্রভাব পড়বে, এমন কিছু করা যাবে না। আবার এমন নয়ই যে কিছু করা যাবে না। এই টেস্ট সিরিজ যাক, আমরা আলাপ করছি। এটা তদন্তের মতোই। কতটা বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি হয়েছে, সেটা আগে দেখে আমরা একটা সিদ্ধান্ত নেবে। শিগগির কিছু একটা দেখতে পাবেন।’
হাথুরুর বিদায় নিয়ে আবার প্রশ্ন হলে ফারুক উত্তর দেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এরকম সুযোগ হয় না। প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যেরকস ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’
মিরপুরের অনুনেময়, রহস্যময় উইকেট নিয়ে প্রশ্ন থাকে সব সময়। কেউ কেউ মিরপুরের উইকেট ‘ধান খাতে’র সঙ্গে তুলনাও করেন। এর এটির পেছনে গামিনি ডি সিলভা কাঠগড়ায় ওঠেন। এই লঙ্কান কিউরেটরকে কবে বিদায় দিচ্ছে বিসিবি, সেটির ব্যাখ্যায় ফারুক বললেন, ‘যখন হোম সিরিজটা খেলি, যে ম্যাচগুলো বিদেশি দলের সঙ্গে, সেখানে শুধু গামিনি নয়; প্রধান কোচ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান—সবার চাওয়া থাকে। সব দলই ঘরের মাঠের সুবিধা নেওয়ার চেষ্টা করে। গামিনি আমাদের আরও মাঠে কাজ করতে পারে। (উইকেট কেমন হয়) সিরিজ বাই সিরিজ ঠিক হয়। দুর্নীতি যে হয়েছে, কী মাত্রায় হয়েছে সেটা বের করা আমাদের কাজ। আমার মাত্র সাত দিন হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। কিছুই বন্ধ করা যাবে না, সব কাজই করতে হবে। আমাকে এখন অনেক কিছু এক সঙ্গে করতে হচ্ছে।’
ফারুক আরও যোগ করেন, ‘ওর চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। তাকে বাদ দেওয়া যায় না, টমি হেমিং চলে গেছে, দুজন ভারতীয় কিউরেটর ছিলেন, চলে গেছেন। চাইলেই যে পাওয়া যাবে তা নয়। আমাদের অনেক গ্রাউন্ডস স্টাফ আছে, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞানের ছেলেদের অন্তর্ভুক্ত করা যায় কি না আমরা ভাবছি।’
বাংলাদেশ ক্রিকেটে দুই আলোচিত বিদেশি চরিত্র চন্ডিকা হাথুরুসিংহে আর গামিনি ডি সিলভা। দুই শ্রীলঙ্কানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের যোগ অনেকদিন ধরে। বাংলাদেশ ক্রিকেটের দুজনের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। হাথুরুসিংহের ব্যাপারে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ সরাসরি বলেছিলেন ‘ওই স্ট্যান্ড (হাথুরুকে বিদায়) থেকে সরিনি।’ আজ কিছুটা কূটনৈতিক উত্তর মিলল ফারুকের কাছ থেকে।
হাথুরু প্রসঙ্গ আসতেই হাসলেন ফারুক। তবে তিনি জানিয়ে রাখলেন, চলমান টেস্ট সিরিজের মধ্যে হাথুরুর ব্যাপারে সিদ্ধান্ত নয়। ফারুক বললেন, ‘আমাদের আলাপ হয়েছে। সাকিবের মামলার ঘটনার মতো বলতে হয় টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চাই না। বিশেষ করে সফরের মাঝখানে। একটা স্বায়ত্তসাশিত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যেকোনো কিছু করতে পারেন। তবে অন্য কিছুতে প্রভাব পড়বে, এমন কিছু করা যাবে না। আবার এমন নয়ই যে কিছু করা যাবে না। এই টেস্ট সিরিজ যাক, আমরা আলাপ করছি। এটা তদন্তের মতোই। কতটা বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি হয়েছে, সেটা আগে দেখে আমরা একটা সিদ্ধান্ত নেবে। শিগগির কিছু একটা দেখতে পাবেন।’
হাথুরুর বিদায় নিয়ে আবার প্রশ্ন হলে ফারুক উত্তর দেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এরকম সুযোগ হয় না। প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যেরকস ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’
মিরপুরের অনুনেময়, রহস্যময় উইকেট নিয়ে প্রশ্ন থাকে সব সময়। কেউ কেউ মিরপুরের উইকেট ‘ধান খাতে’র সঙ্গে তুলনাও করেন। এর এটির পেছনে গামিনি ডি সিলভা কাঠগড়ায় ওঠেন। এই লঙ্কান কিউরেটরকে কবে বিদায় দিচ্ছে বিসিবি, সেটির ব্যাখ্যায় ফারুক বললেন, ‘যখন হোম সিরিজটা খেলি, যে ম্যাচগুলো বিদেশি দলের সঙ্গে, সেখানে শুধু গামিনি নয়; প্রধান কোচ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান—সবার চাওয়া থাকে। সব দলই ঘরের মাঠের সুবিধা নেওয়ার চেষ্টা করে। গামিনি আমাদের আরও মাঠে কাজ করতে পারে। (উইকেট কেমন হয়) সিরিজ বাই সিরিজ ঠিক হয়। দুর্নীতি যে হয়েছে, কী মাত্রায় হয়েছে সেটা বের করা আমাদের কাজ। আমার মাত্র সাত দিন হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। কিছুই বন্ধ করা যাবে না, সব কাজই করতে হবে। আমাকে এখন অনেক কিছু এক সঙ্গে করতে হচ্ছে।’
ফারুক আরও যোগ করেন, ‘ওর চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। তাকে বাদ দেওয়া যায় না, টমি হেমিং চলে গেছে, দুজন ভারতীয় কিউরেটর ছিলেন, চলে গেছেন। চাইলেই যে পাওয়া যাবে তা নয়। আমাদের অনেক গ্রাউন্ডস স্টাফ আছে, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞানের ছেলেদের অন্তর্ভুক্ত করা যায় কি না আমরা ভাবছি।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে