Ajker Patrika

দুর্দান্ত সেঞ্চুরিতে শুরু তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৮: ৪২
দুর্দান্ত সেঞ্চুরিতে শুরু তামিমের

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে এখনো ২৪ ঘণ্টাও হয়নি। ১৫ ঘণ্টার মধ্যেই আবারও মাঠে নেমে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তবে এবার বাংলাদেশ দলের হয় নয়, তাঁরা দুজনে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন মোহামেডানের বিপক্ষে।

ডিপিএলের চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই মুশফিক-তামিম প্রাইম ব্যাংকের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তামিম তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে ১৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন এ বাঁহাতি ওপেনার। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা মুশফিক ৫৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। 

৩ উইকেট হারিয়ে মোহামেডানের দেওয়া ২০০ রানের লক্ষ্য ৪১.১ ওভারে তাড়া করে প্রাইম ব্যাংক। প্রাইম টানা চার জয় পেলেও মোহামেডান এখনো হারের গেরো কাটাতে পারেনি। 

এর আগে ১৯৯ রানে মোহামেডানকে অলআউট করে দেয় প্রাইম ব্যাংক। ফিফটি পর্যন্ত কোনো ব্যাটারকে যেতে দেননি প্রাইম ব্যাংকের বোলাররা। ৬ ওভারে ২৯ রান দিয়ে নাসির হোসেন নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত