Ajker Patrika

পাকিস্তান শাহিনসকে চাপে রেখেছে বিসিবির এইচপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান শাহিনসকে চাপে রেখেছে বিসিবির এইচপি

ডারউইনে চার দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসকে ভালো চাপে রেখেছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। ২১৯ রানে পিছিয়ে থাকা শাহিনস আজ দ্বিতীয় দিনে অলআউট হয়েছে ১৭৯ রানে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮৪ রানে দিন শেষ করা বিসিবির এইচপি এগিয়ে ১৬৩ রানে।

কাল ২ উইকেটে ৩৯ রান তুলে দিন শেষ করা পাকিস্তান শাহিনসের ২টি উইকেটই নিয়েছিলেন পেসার রিপন মণ্ডল। আজ রিপন নিয়েছেন আরও ২ উইকেট। পেসার রেজাউর রহমান রাজার ঝুলিতে গেছে ৩ উইকেট। এইচপির দুই পেসারের তোপেই পাকিস্তান শাহিনস গুটিয়ে গেছে ১৭৯ রানে। শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান এসেছে কামরান গুলামের ব্যাট থেকে। 

পেসারদের দারুণ বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে অবশ্য এইচপির টপঅর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। শাহিনসের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে ৩৯ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসেও ব্যাট হেসেছিল অধিনায়ক জয়ের, ৯০ বলে সর্বোচ্চ ৬৯ রান আসে তাঁর কাছ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত