নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দিনের শুরুর সেশনটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। শুরুর এক ঘণ্টায় দারুণ দৃঢ়তা দেখান দুই স্বাগতিক ব্যাটার। তবে দ্বিতীয় সেশনটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের দলের। ৭০ রানের এই সেশনে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়েছে বাংলাদেশ।
আজ অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকদের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৩১ রান। বাংলাদেশের প্রথম ইনিংস পেরিয়ে তাদের লিড ১২৮ রান। উইকেটে জেরমাইনে ব্ল্যাকউডের সঙ্গে আছেন নতুন ব্যাটার আলজারি জোসেফ।
প্রথম সেশনে সাকিবের ব্রেক থ্রু ছাড়া কোনো সাফল্যই ছিল না বাংলাদেশের। দ্বিতীয় সেশনে সেটা পুষিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। শুরু থেকে লাইন ও লেংথ ঠিক রেখে বোলিং করে যান তারা। সাফল্যও ধরা দেয় কিছু সময় পর।
৮০ওভারের পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলের দশম ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান খালেদ। ৯৪ রান করে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেন যান ব্র্যাথওয়েট।
কিছু সময় পর মিরাজের বলে পরাস্ত হন জেরমাইন ব্ল্যাকউড। এলবিডব্লু আবেদন করলেও সাড়া মেলেনি আম্পায়ারের। বলে কিছুটা বেঁকে যাওয়ায় রিভিউও নেয়নি বাংলাদেশ। তবে নিলে প্রাপ্তির খাতা আরেকটু বড় হতো সাকিবদের।
অবশ্য মিরাজ সেই আক্ষেপ মেটালেন ওই স্পেলেই। ১০১তম ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এবারও আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ।
তাতেই মিলেছে সাফল্য, ৭ রান করা মায়ার্স ফিরে যান প্যাভিলিয়নে। নিজের পরের ওভারে নতুন ব্যাটার জসুয়া ডি সিলভাকে কট বিহাইন্ডে ফেরান মিরাজ। ৭০ রানের এই সেশনে বাংলাদেশের সাফল্য তিন উইকেট। স্বাগতিকদের লিড ক্রমেই বেড়ে চলছে।
দিনের শুরুর সেশনটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। শুরুর এক ঘণ্টায় দারুণ দৃঢ়তা দেখান দুই স্বাগতিক ব্যাটার। তবে দ্বিতীয় সেশনটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের দলের। ৭০ রানের এই সেশনে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়েছে বাংলাদেশ।
আজ অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকদের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৩১ রান। বাংলাদেশের প্রথম ইনিংস পেরিয়ে তাদের লিড ১২৮ রান। উইকেটে জেরমাইনে ব্ল্যাকউডের সঙ্গে আছেন নতুন ব্যাটার আলজারি জোসেফ।
প্রথম সেশনে সাকিবের ব্রেক থ্রু ছাড়া কোনো সাফল্যই ছিল না বাংলাদেশের। দ্বিতীয় সেশনে সেটা পুষিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। শুরু থেকে লাইন ও লেংথ ঠিক রেখে বোলিং করে যান তারা। সাফল্যও ধরা দেয় কিছু সময় পর।
৮০ওভারের পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলের দশম ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান খালেদ। ৯৪ রান করে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেন যান ব্র্যাথওয়েট।
কিছু সময় পর মিরাজের বলে পরাস্ত হন জেরমাইন ব্ল্যাকউড। এলবিডব্লু আবেদন করলেও সাড়া মেলেনি আম্পায়ারের। বলে কিছুটা বেঁকে যাওয়ায় রিভিউও নেয়নি বাংলাদেশ। তবে নিলে প্রাপ্তির খাতা আরেকটু বড় হতো সাকিবদের।
অবশ্য মিরাজ সেই আক্ষেপ মেটালেন ওই স্পেলেই। ১০১তম ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এবারও আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ।
তাতেই মিলেছে সাফল্য, ৭ রান করা মায়ার্স ফিরে যান প্যাভিলিয়নে। নিজের পরের ওভারে নতুন ব্যাটার জসুয়া ডি সিলভাকে কট বিহাইন্ডে ফেরান মিরাজ। ৭০ রানের এই সেশনে বাংলাদেশের সাফল্য তিন উইকেট। স্বাগতিকদের লিড ক্রমেই বেড়ে চলছে।
হঠাৎ করেই পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেটীয় সম্পর্কে ধরেছে ফাটল। দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘাতই এর মূল কারণ। ফলশ্রুতিতে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই দেশের রাষ্ট্রীয় যুদ্ধে জড়িয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।
৬ মিনিট আগেগত কয়েকদিনে দেশে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। সবশেষ আগুনের লেলিহান শিখায় পুড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। এই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৬ মিনিট আগেবিমান হামলায় তিন ক্রিকেটারসহ আরও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হওয়ায় পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে আসে আফগানিস্তান। এরপরও থমকে যাচ্ছে না তিন দলের সিরিজটি। ইতিমধ্যে আফগানদের বদলি হিসেবে জিম্বাবুয়েকে বেছে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেতিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে ভারত। শুবমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো এদিন ভারত মেয়ে দলেরও ম্যাচ আছে। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড
২ ঘণ্টা আগে