Ajker Patrika

তিন উইকেটের সেশনেও স্বস্তিতে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
তিন উইকেটের সেশনেও স্বস্তিতে নেই বাংলাদেশ

দিনের শুরুর সেশনটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। শুরুর এক ঘণ্টায় দারুণ দৃঢ়তা দেখান দুই স্বাগতিক ব্যাটার। তবে দ্বিতীয় সেশনটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের দলের। ৭০ রানের এই সেশনে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়েছে বাংলাদেশ।

আজ অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকদের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৩১ রান। বাংলাদেশের প্রথম ইনিংস পেরিয়ে তাদের লিড ১২৮ রান। উইকেটে জেরমাইনে ব্ল্যাকউডের সঙ্গে আছেন নতুন ব্যাটার আলজারি জোসেফ।

প্রথম সেশনে সাকিবের ব্রেক থ্রু ছাড়া কোনো সাফল্যই ছিল না বাংলাদেশের। দ্বিতীয় সেশনে সেটা পুষিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। শুরু থেকে লাইন ও লেংথ ঠিক রেখে বোলিং করে যান তারা। সাফল্যও ধরা দেয় কিছু সময় পর।

৮০ওভারের পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলের দশম ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান খালেদ। ৯৪ রান করে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেন যান ব্র্যাথওয়েট।

কিছু সময় পর মিরাজের বলে পরাস্ত হন জেরমাইন ব্ল্যাকউড। এলবিডব্লু আবেদন করলেও সাড়া মেলেনি আম্পায়ারের। বলে কিছুটা বেঁকে যাওয়ায় রিভিউও নেয়নি বাংলাদেশ। তবে নিলে প্রাপ্তির খাতা আরেকটু বড় হতো সাকিবদের।

অবশ্য মিরাজ সেই আক্ষেপ মেটালেন ওই স্পেলেই। ১০১তম ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এবারও আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। 

তাতেই মিলেছে সাফল্য, ৭ রান করা মায়ার্স ফিরে যান প্যাভিলিয়নে। নিজের পরের ওভারে নতুন ব্যাটার জসুয়া ডি সিলভাকে কট বিহাইন্ডে ফেরান মিরাজ। ৭০ রানের এই সেশনে বাংলাদেশের সাফল্য তিন উইকেট। স্বাগতিকদের লিড ক্রমেই বেড়ে চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত