Ajker Patrika

আইপিএল নিলামে নেই মাহমুদউল্লাহ, ফিজের দাম আড়াই কোটি টাকার বেশি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫: ২৪
আইপিএল নিলামে নেই মাহমুদউল্লাহ, ফিজের দাম আড়াই কোটি টাকার বেশি

২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতে হওয়া মাঠে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করেছেন তিনি। সেই মাহমুদউল্লাহর নাম নেই ২০২৪ আইপিএলের নিলামে। অন্যদিকে মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলেও নিলামে তাঁর ভিত্তিমূল্য ২ কোটি টাকারও বেশি। 

২০২৪ আইপিএল সামনে রেখে বাংলাদেশের ৬ ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। মাহমুদউল্লাহ ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। ছয় ক্রিকেটারের মধ্যে নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোস্তাফিজ, তাসকিন, শরীফুল। ২০২৪ আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় থাকা ক্রিকেটারের তালিকা গতকালের নাম প্রকাশ করার পর জানা গেছে। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ফিজের। মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। বাংলাদেশের বাঁহাতি পেসারের পরেই আছেন তাসকিন। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি (প্রায় বাংলাদেশি ১ কোটি টাকা)। শরীফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি (বাংলাদেশি ৬৬ লাখ টাকা)। 

চূড়ান্ত তালিকায় থাকা ৩৩৩ ক্রিকেটারকে ১৯ ডিসেম্বর দুবাইয়ে তোলা হবে আইপিএলের মিনি নিলামে, যার মধ্যে ২১৪ ক্রিকেটার ভারতের আর বিদেশি ক্রিকেটার ১১৯। এর আগে সাকিব আল হাসান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান—তিন বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। যেখানে সাকিব ও লিটন ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে আর দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ খেলছেন গত কয়েক বছর ধরে। সাকিব, লিটন—বাংলাদেশের এই দুই ক্রিকেটারের কারোরই ড্রাফটে নাম ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত