নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কার্যালয়ের সামনে ইদানীং প্রায়ই দেখা যাচ্ছে জটলা। বোর্ডের সাবেক কর্মকর্তা থেকে মাঠকর্মী—সবাই এসে তাঁদের দাবিদাওয়া জানাচ্ছেন। এবার দেশের জেলা ক্রিকেটাররা তাঁদের দাবি পেশ করলেন বোর্ডের কাছে।
বিসিবির নবনির্বাচিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের ছবি সংবলিত ব্যানার নিয়ে আজ দুপুরে বোর্ড কার্যালয়ে এসেছেন বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। জেলা ক্রিকেটকে ঢেলে সাজাতে ফারুক-ফাহিমের কাছে ১৭ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। সেই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেরই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের সঙ্গে চুক্তিপত্র স্ট্যাম্প পেপারের মাধ্যমে হতে হবে।
ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির লিগগুলোও চালুর কথা উল্লেখ করেছেন দেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। তিন বিভাগ থেকে ৩০ জন করে ৯০ জন ক্রিকেটারের এক বছরের বেতন কাঠামোতে আনতে হবে। বোর্ডের অধীনেই তাঁদের ক্যাম্পিংয়ের সুযোগ করে দিতে হবে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা চেয়েছেন ক্রিকেটাররা। কোনো রকম ফোনকল, সুপারিশ মেনে নেওয়া হবে না। এ ছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং ও উইকেট প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকে। ১৭ দফা দাবির মধ্যে এ দুই ক্ষেত্রেও স্বচ্ছতার দাবি রয়েছে ক্রিকেটারদের।
আওয়ামী সরকারের পতনের পর দেশের ক্রিকেট বোর্ডে যেমন পরিবর্তন এসেছে, তেমনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (কোয়াব) ঢেলে সাজানোর দাবি ক্রিকেটারদের। কোয়াব যেন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে, সেই নিশ্চয়তা চেয়েছেন ক্রিকেটাররা। বিসিবির নিবন্ধনকৃত ক্রিকেটারদের চিকিৎসা বোর্ডের কাছ থেকেই চেয়েছেন ক্রিকেটাররা। এ ছাড়া বিসিবির দায়িত্বরত কোচরা যেন অন্য কোনো প্রাইভেট একাডেমির হয়ে কোচিং করাতে না পারেন, সেই নিশ্চয়তাও চেয়েছেন তাঁরা। প্রতিটি জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ-সুবিধার পাশাপাশি ম্যাচ ফি বাড়ানোর দাবি করেছেন ৬৪ জেলার ক্রিকেটাররা। ফারুক-ফাহিম ক্রিকেটারদের ১৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কার্যালয়ের সামনে ইদানীং প্রায়ই দেখা যাচ্ছে জটলা। বোর্ডের সাবেক কর্মকর্তা থেকে মাঠকর্মী—সবাই এসে তাঁদের দাবিদাওয়া জানাচ্ছেন। এবার দেশের জেলা ক্রিকেটাররা তাঁদের দাবি পেশ করলেন বোর্ডের কাছে।
বিসিবির নবনির্বাচিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের ছবি সংবলিত ব্যানার নিয়ে আজ দুপুরে বোর্ড কার্যালয়ে এসেছেন বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। জেলা ক্রিকেটকে ঢেলে সাজাতে ফারুক-ফাহিমের কাছে ১৭ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। সেই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেরই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের সঙ্গে চুক্তিপত্র স্ট্যাম্প পেপারের মাধ্যমে হতে হবে।
ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির লিগগুলোও চালুর কথা উল্লেখ করেছেন দেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। তিন বিভাগ থেকে ৩০ জন করে ৯০ জন ক্রিকেটারের এক বছরের বেতন কাঠামোতে আনতে হবে। বোর্ডের অধীনেই তাঁদের ক্যাম্পিংয়ের সুযোগ করে দিতে হবে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা চেয়েছেন ক্রিকেটাররা। কোনো রকম ফোনকল, সুপারিশ মেনে নেওয়া হবে না। এ ছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং ও উইকেট প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকে। ১৭ দফা দাবির মধ্যে এ দুই ক্ষেত্রেও স্বচ্ছতার দাবি রয়েছে ক্রিকেটারদের।
আওয়ামী সরকারের পতনের পর দেশের ক্রিকেট বোর্ডে যেমন পরিবর্তন এসেছে, তেমনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (কোয়াব) ঢেলে সাজানোর দাবি ক্রিকেটারদের। কোয়াব যেন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে, সেই নিশ্চয়তা চেয়েছেন ক্রিকেটাররা। বিসিবির নিবন্ধনকৃত ক্রিকেটারদের চিকিৎসা বোর্ডের কাছ থেকেই চেয়েছেন ক্রিকেটাররা। এ ছাড়া বিসিবির দায়িত্বরত কোচরা যেন অন্য কোনো প্রাইভেট একাডেমির হয়ে কোচিং করাতে না পারেন, সেই নিশ্চয়তাও চেয়েছেন তাঁরা। প্রতিটি জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ-সুবিধার পাশাপাশি ম্যাচ ফি বাড়ানোর দাবি করেছেন ৬৪ জেলার ক্রিকেটাররা। ফারুক-ফাহিম ক্রিকেটারদের ১৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে