Ajker Patrika

বাংলাদেশের কাছে হেরে তলানিতে উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪২
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৫ বছর পর বাংলাদেশ টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজের মাঠে। ছবি: ফেসবুক
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৫ বছর পর বাংলাদেশ টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজের মাঠে। ছবি: ফেসবুক

নাহিদ রানার বলে শামার জোসেফ বোল্ড হতেই উদ্‌যাপন শুরু বাংলাদেশের। জ্যামাইকার স্যাবাইনা পার্কে মেহেদী হাসান মিরাজ ও তাঁর সতীর্থদের গর্জন শুধুই ১০১ রানের জয়ের নয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করার পাশাপাশি বাংলাদেশ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল।

জ্যামাইকার পড়ন্ত বিকেলে মিরাজরা যখন উদ্‌যাপন করছেন, তখন সুদূর বাংলাদেশে তখন মধ্যরাত। সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের পর বাংলাদেশ সুখবর পেল আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। এক ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে উঠে এসেছে এশিয়ার দলটি। বাংলাদেশের সাফল্যের হার এখন ৩১.২৫ শতাংশ। এবারের চক্রে ১২ টেস্ট খেলে জিতেছে ৪ ম্যাচ ও ৮ ম্যাচ হেরেছে। ৪৫ পয়েন্ট নিয়ে এই চক্র শেষ করেছে বাংলাদেশ। ১০১ রানে হেরে যাওয়ায় বেকায়দায় পড়ল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এক ধাপ পিছিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা উইন্ডিজের সাফল্যের হার ২৪.২৪ শতাংশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট চলার সময়ই আইসিসি থেকে দুঃসংবাদ পেল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড, নিউজিল্যান্ড দুই দলই তিন পয়েন্ট করে হারিয়েছে। কারণ, দুটি দলই নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার করে কম করেছে।

পয়েন্ট কাটা যাওয়ায় ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখন কিউইরা অবস্থান করছে পাঁচ নম্বরে। কিউইদের সাফল্যের হার ৪৭.৯২ শতাংশ। ইংল্যান্ড অবস্থান করছে ৬ নম্বরে। তাদের সাফল্যের হার ৪২.৫০ শতাংশ।

বাংলাদেশ অবশ্য ৮ নম্বরে থেকে যে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করতে পারবে, সেই নিশ্চয়তা নেই। ওয়েস্ট ইন্ডিজের এখনো দুই টেস্ট বাকি। সেই ম্যাচ দুটি উইন্ডিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বাকি চার ম্যাচ। তারা ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে। ৭ নম্বরে থাকা পাকিস্তানের সাফল্যের হার ৩৩.৩৩ শতাংশ।

৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দুই ও তিনে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৫৯.২৬ ও ৫৭.৬৯ শতাংশ। বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শুক্রবার অ্যাডিলেডে শুরু হচ্ছে দুই দলের সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি দিবারাত্রির। একই দিনে ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত