Ajker Patrika

পাকিস্তানের মাঠে বাংলাদেশের বিরল সব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৪০
পাকিস্তানের মাঠে বাংলাদেশের বিরল সব রেকর্ড

পাকিস্তানের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ধারাবাহিক দুর্দান্ত খেলে বিরল সব রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আজ ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানি বোলারদের চোখে চোখ রেখে কথা বলেছেন বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। তাতেই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে বাংলাদেশের। 

বাংলাদেশ ২৪ রান তুলতেই হারায় ৬ উইকেট। টেস্টে ৫০ রানের নিচে প্রথম ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের এই স্কোর যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৬৭ সালে ৪১ রানে ৬ উইকেট হারানোর পর তারা করতে পেরেছিল ২৫৫ রান। 
 
সিরিজের প্রথম টেস্টের পর আবারও বাংলাদেশের দুর্দান্ত এক জুটি। আর সেটিতেও জড়িয়ে মেহেদী হাসান মিরাজের নাম। মিরাজ এবার সঙ্গ দিয়েছেন লিটন দাসকে। ২৪ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন-মিরাজের জুটিতে রান ওঠে ১৬৫। ৩০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর এই উইকেট জুটিতে টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রান করতে পারেননি কেউ। 

এটা অবশ্য বিরল নয়। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জন্য বিরল তো বটেই। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে উঠেছিল মুশফিকুর রহিমের নাম। আজ সেখানেই নিজের নাম লিখলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশে পক্ষে সবচেয়ে বেশি ২ সেঞ্চুরি লিটনের। পাকিস্তানের সঙ্গে তাঁর আগের সেঞ্চুরিটি ২০২১ সালে, চট্টগ্রামে। চার টেস্ট সেঞ্চুরির দুটিই লিটন করলেন পাকিস্তানের বিপক্ষে। বোলারদের মধ্যে ৫ উইকেট নিয়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত