Ajker Patrika

বাংলাদেশকে কাঁপিয়ে আইসিসির পুরস্কার পেলেন জিম্বাবুয়ের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬: ৩২
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ছবি: ক্রিকইনফো

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।

আইসিসি আজ হালনাগাদ করেছে সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন মুজারাবানি। তাঁর রেটিং পয়েন্ট ৭০৫। সিলেটে গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১২২ রানে ৯ উইকেটে নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। মুজারাবানির সতীর্থ ওয়েলিংটন মাসাকাদজা প্রথম টেস্টে ছিলেন জিম্বাবুয়ের দ্বিতীয় সেরা বোলার। সিলেটে মাসাকাদজা নিয়েছেন ৫ উইকেট। ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে জিম্বাবুয়ের এই বাঁহাতি স্পিনার।

মাসাকাদজার সমান ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ৬৮ নম্বরে নাহিদ রানা। তিন ধাপ এগিয়েছেন রানা। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের এই পেসার পেয়েছেন ৩ উইকেট। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে নাহিদ রানা এখন অবস্থান করছেন রানা। এছাড়া চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট চলার সময় সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চার ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে তিনি। সিলেট টেস্টে ১০২ রানে নিয়েছেন ১০ উইকেট। আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে বিরল এক রেকর্ডে নাম লেখালেন মিরাজ।

দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাইজুল ইসলামের। চার ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে তাইজুল। চট্টগ্রাম টেস্টে এখনো পর্যন্ত তিনি পেয়েছেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ১৮ ওভারে ৩ উইকেটে ৪৩ রান করেছে। র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাসকিন আহমেদেরও। এক ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে অবস্থান করছেন। গোড়ালির চোটে ভুগতে থাকা তাসকিনকে এরই মধ্যে লন্ডনে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১৪ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরা। ৮৩৭ ও ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই ও তিনে কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ২১ পর্যন্ত স্থান অপরিবর্তিত। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জো রুট। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসনের রেটিং ৮৭৬ ও ৮৬৭। আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন মুশফিকুর রহিম।

আরও পড়ুন:

তাসকিনকে লন্ডনে পাঠাল বিসিবি

সেঞ্চুরিতে টেস্টের বিরল রেকর্ডে নাম লেখালেন মিরাজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত