Ajker Patrika

যে রেকর্ডে শচীন-লক্ষ্মণকে ছাড়িয়ে গেছেন ইশান্ত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১১: ৫৭
যে রেকর্ডে শচীন-লক্ষ্মণকে ছাড়িয়ে গেছেন ইশান্ত

একটা সময় ঘরের বাইরে টেস্ট জয় স্বপ্নের মতো ব্যাপার ছিল ভারতের জন্য। গত এক দশকের বেশি সময় ধরে অবশ্য সেই চিত্র অনেকটাই বদলেছে। সেই ধারাবাহিকতায় পরশু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ভারত। লর্ডস টেস্ট জয়ের পর একটা রেকর্ডে নাম তুলেছেন ইশান্ত শর্মা।

দেশের বাইরে ভারতের হয়ে ইশান্তের এটি ২১তম টেস্ট জয়। দেশের বাইরে সবচেয়ে বেশি টেস্ট জয়ে ইশান্ত ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকার-ভিভিএস লক্ষ্মণ। শচীন-লক্ষ্মণ দুইজনই দেশের বাইরে ২০টি করে টেস্ট জিতেছেন। ইশান্তের সামনে সুযোগ আছে তালিকায় সবার ওপরে থাকা রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার।

ভারতের হয়ে দেশের বাইরে সবচেয়ে বেশি ২৪টি টেস্ট জিতেছেন দ্রাবিড়। ইংল্যান্ডের বিপক্ষে এই সফরে তিনটি টেস্টসহ দেশের বাইরে আরও টেস্ট খেলার সুযোগ পাবেন ইশান্ত। গত পাঁচ বছরে দুর্দান্ত ফর্ম আর ফিটনেস মিলিয়ে যেভাবে খেলে যাচ্ছেন দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার!

যাঁর হাত ধরে দেশের বাইরে ভারত টেস্ট জয় পেতে শুরু করে সেই সৌরভ গাঙ্গুলী আছেন তালিকার আট নম্বরে। দেশের বাইরে ১৬টি টেস্ট জিতেছেন ভারতের এই সাবেক অধিনায়ক। সমান ১৬টি টেস্ট জিতে সৌরভের ঠিক পরেই আছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত