ক্রীড়া ডেস্ক
বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রশিদ খানের। তাঁর ঘূর্ণি জাদুর ভেলকি অনেক ম্যাচেই ক্রিকেটপ্রেমীর দেখেছেন। কিন্তু চলতি আইপিএল রশিদ বোলিং যেন অনেকটাই নির্বিষ। প্রতিদিন রান বিলাচ্ছেন, সে বিবেচনায় ঝুলিতে উইকেটের সংখ্যাও কম। গতকাল তাঁর দল গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দল জিতলেও রশিদের হলো তেতো এক অভিজ্ঞতা। যেটি এর আগে কখনো হয়নি।
ম্যাচে ৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন রশিদ। প্রথম ওভারে দুই ছক্কায় ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে দিলেন ২৯ রান। আবার যখন তৃতীয় ওভার বোলিং করতে এলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য গুজরাটের পক্ষে নির্ধারণ হয়ে গেছে। তবে রাশিদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা তখনো বাকি। নিজের শেষ ওভারে হজম করলেন তিন ছক্কা। ওভারে রান দিলেন ২১। সব মিলিয়ে তিন ওভারে। ৪৭২ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন তেতো অভিজ্ঞতা এবারই প্রথম আফগান লেগ স্পিনারের।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন রশিদ। বোলিং করেছেন ২৫.৫ ওভার। অধিকাংশ ম্যাচেই ৪ ওভারের কোটা পূর্ণ হয়নি। সব মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বোলিং গড় ৫০.২৮, ইকোনমি ৯.৫১। এই স্ট্যাটসই বলে দেয় আইপিএলে এবার কতটা বিবর্ণ রশিদ। আইপিএলে ওভারপ্রতি এর চেয়ে বেশি রান আগে কখনো দেননি তিনি।
গতকাল হায়দরাবাদের বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.৬৬। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। অন্তত তিন ওভার বোলিংয়ে রশিদের আগের খরচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছয়টি ছক্কা হজম করেছেন রশিদ। এর চেয়ে বেশি ছক্কা দেওয়া ঘটনা আছে দুটি ম্যাচে। ২০১৮ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার ম্যাচে এবং ২০২৩ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার ম্যাচে। এ দুই ম্যাচে হজম করেছিলেন সাতটি করে ছক্কা।
বল হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রশিদ খানের। তাঁর ঘূর্ণি জাদুর ভেলকি অনেক ম্যাচেই ক্রিকেটপ্রেমীর দেখেছেন। কিন্তু চলতি আইপিএল রশিদ বোলিং যেন অনেকটাই নির্বিষ। প্রতিদিন রান বিলাচ্ছেন, সে বিবেচনায় ঝুলিতে উইকেটের সংখ্যাও কম। গতকাল তাঁর দল গুজরাট টাইটানস ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দল জিতলেও রশিদের হলো তেতো এক অভিজ্ঞতা। যেটি এর আগে কখনো হয়নি।
ম্যাচে ৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন রশিদ। প্রথম ওভারে দুই ছক্কায় ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে দিলেন ২৯ রান। আবার যখন তৃতীয় ওভার বোলিং করতে এলেন, ততক্ষণে ম্যাচের ভাগ্য গুজরাটের পক্ষে নির্ধারণ হয়ে গেছে। তবে রাশিদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা তখনো বাকি। নিজের শেষ ওভারে হজম করলেন তিন ছক্কা। ওভারে রান দিলেন ২১। সব মিলিয়ে তিন ওভারে। ৪৭২ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এমন তেতো অভিজ্ঞতা এবারই প্রথম আফগান লেগ স্পিনারের।
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন রশিদ। বোলিং করেছেন ২৫.৫ ওভার। অধিকাংশ ম্যাচেই ৪ ওভারের কোটা পূর্ণ হয়নি। সব মিলিয়ে শিকার করেছেন ৭ উইকেট। বোলিং গড় ৫০.২৮, ইকোনমি ৯.৫১। এই স্ট্যাটসই বলে দেয় আইপিএলে এবার কতটা বিবর্ণ রশিদ। আইপিএলে ওভারপ্রতি এর চেয়ে বেশি রান আগে কখনো দেননি তিনি।
গতকাল হায়দরাবাদের বিপক্ষে ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.৬৬। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। অন্তত তিন ওভার বোলিংয়ে রশিদের আগের খরচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছয়টি ছক্কা হজম করেছেন রশিদ। এর চেয়ে বেশি ছক্কা দেওয়া ঘটনা আছে দুটি ম্যাচে। ২০১৮ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার ম্যাচে এবং ২০২৩ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার ম্যাচে। এ দুই ম্যাচে হজম করেছিলেন সাতটি করে ছক্কা।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩৩ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে