Ajker Patrika

রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ। ছবি: বিসিবি
রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ। ছবি: বিসিবি

আর কিছু সময় ব্যাটিং করতে পারলে ম্যাচ হতো ড্র। কিন্তু আদিত্য অশোক ও জায়ডেন লেনক্সের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে খেই হারায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সিলেটে চার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নিক কেলির অসাধারণ সেঞ্চুরিতে ২৫৭ রান তোলে নিউজিল্যান্ড। তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৬। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন লেগ স্পিনার আদিত্য অশোক। ১৭৫ রানে থেমে যায় স্বাগতিকেরা।

মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির হাসান ছাড়া বাকিরা সেভাবে লড়াইয়ে করতে পারেননি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৬৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অঙ্কন। এ ছাড়া ওপেনার জাকির করেন ৫০ রান। অশোক ৫টি ও জায়ডেন লেনক্স নিয়েছেন ৩টি উইকেট।

তার আগে কেলির ২০৭ বলে ১২২ ও জো কার্টারের ১৩৮ বলে ৫৮ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২৫৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৩৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় তারা। হাসান মুরাদ ৫ উইকেট ও নাঈম হাসান ৪ উইকেট নিয়েছেন।

তার আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৬ রান করেছিল। নুরুল হাসান সেঞ্চুরিতে বাংলাদেশ (১০৭) করেছিল ১৬৮ রান। ২১ থেকে সিরিজের চার দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচটিও হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত