Ajker Patrika

বিসিবিতে আসতে তাঁদের তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৪৫
বিসিবিতে আসতে তাঁদের তোড়জোড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিএনপিপন্থী সাবেক পরিচালকদের (২০০১-২০০৫) একটি অংশ বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেছেন কাল। এতে নেতৃত্বে দেন বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীন।

সভা শেষে সংবাদমাধ্যমকে নুরুল কবির শাহীন বলেন, ‘আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই আমাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এরপর যাঁরাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি করছেন। দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর ক্রিকেট বোর্ডে এসেছি। বোর্ড বদলে গেছে। কিন্তু এর মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমাদের ক্রিকেট যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি। তারা দেশের ক্লাব ক্রিকেটকে শেষ করেছে।’

ফারুকের কাছে তাঁদের চাওয়া কী, সেটির ব্যাখ্যায় শাহীন বলেছেন, ‘আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’

বিসিবির পরের পরিচালনা পরিষদের সভা হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে। এরই মধ্যে চারজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন। এরই মধ্যে ক্যাটাগরি-১ থেকে বরিশাল, সিলেট ও ঢাকার পরিচালক পদ শূন্য হয়ে পড়েছে। যাঁরা পদত্যাগ করেননি, তাঁরা পরের সভায় অনুপস্থিত থাকলে তাঁদের পরিচালক পদ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে বিসিবি সেই শূন্য পদ পূরণ করবে। আর এসব শূন্য পদে আসতেই বিএনপিপন্থী সাবেক পরিচালকেরা তোড়জোড় শুরু করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত