চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
২ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৫ ঘণ্টা আগে