Ajker Patrika

আমিরাতকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক
সিরিজের তৃতীয় ওয়ানডেতে আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বিসিবি
সিরিজের তৃতীয় ওয়ানডেতে আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বিসিবি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলের প্রথম দুই ওয়ানডেই পরিত্যক্ত হয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ৯৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

টস জিতে ব্যাটিং নেয় সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের পেসার সাদ ইসলাম রাজিন ও বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফির আঁটসাঁট বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের ২০ বল বাকি থাকতে ১৬৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাতের যুবারা। বাংলাদেশের সেরা বোলার রাজিন ৩২ রানে নেন ৪ উইকেট। ২৭ রানে ৩ উইকেট নেন রাফি। আল ফাহাদ ও সামিউন বাশির রাতুল একটি করে উইকেট তুলে নেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন মোহাম্মদ রেয়ান খান।

১৬৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ দলীয় ২২ রানে ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারায়। ১৪ বলে খেলে করেন ২ রান করেন এ ওপেনার। পরে ওপেনার রিফাত বেগের সঙ্গে অধিনায়ক মোঃ আজিজুল হাকিম তামিম ১১৬ রানে জুটি গড়লে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় স্বাগতিকেরা। রিফাত, তামিম দুজনেই ৭১ রান করনে। ২৮.৪ ওভারে আলিয়াসগার শামসের শিকারে পরিণত হয়েছেন রিফাত। ৭৯ বলের ইনিংসে রিফাত ৮ চার ও ১ ছক্কা মারেন।

১৩৮ রানের দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশের এরপর আর কোনো ছন্দপতন হয়নি। ৯৫ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। আমিরাতের আরিয়ান সাক্সেনা, আলিয়াসগার শামস একটি করে উইকেট নিয়েছেন। ৮ উইকেটে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪ উইকেট নিয়ে ফরিদপুরের রাজিন হয়েছেন ম্যাচ সেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত