Ajker Patrika

ভারতের বেশি প্রভাব ক্রিকেটের উন্নতিতে সহায়ক নয়: আইসিসির সাবেক চেয়ারম্যান

ক্রীড়া  ডেস্ক 
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২২: ৪১
Thumbnail image
মাঠের পারফরম্যান্সের চেয়েও অন্যান্য ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে ভারত। ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) অনেকে বিদ্রুপ করে ভারতীয় ক্রিকেট সংস্থাও বলে থাকে। বিশ্ব ক্রিকেটে ভারতের অনেক বেশি প্রভাব থাকাতেই মূলত আইসিসি এভাবে উপহাসের শিকার হয়। আইসিসির সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে এটা ভালো মনে করছেন না।

আইসিসির মেজর ইভেন্টগুলোতে দেখা যায়, সমান সমান সুযোগ থাকার ব্যাপারগুলোতে বেশি সুবিধা পেয়ে থাকে ভারত। যার অন্যতম উদাহরণ, মেলবোর্নে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে অনেক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় নেটিজেনদের চক্ষুশূল হয়ে পড়ে আইসিসি। এমনকি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অ্যাডিলেডের আউটফিল্ড পুরোপুরি না শুকানোর পরও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। অথচ তখন খেলা আর না হলে বৃষ্টি আইনে (ডিএলএস) বাংলাদেশ জিতে যেত। এছাড়া কয়েক মাসে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয় ভারতকে।

‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে সদ্য সাবেক হওয়া আইসিসির চেয়ারম্যান বার্কলে সংস্থাটি নিয়ে অনেক কথা বলেছেন। সেখানে ভারতের কথা বারবার উল্লেখ করেন তিনি। আইসিসির সাবেক চেয়ারম্যান বলেন, ‘ভারতকে পেয়ে আমরা খুশি। তারা ক্রিকেটে অনেক বড় অবদান রাখে। তবে একটা দেশের এত পরিমাণ ক্ষমতা এবং প্রভাব থাকলে সেটা সম্ভাব্য অনেক ফলকে প্রভাবিত করে। যা বৈশ্বিক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক নয়।’

২০২৩-২৭ চক্রের জন্য রাজস্বের মডেল কত বছর তৈরি করেছিল আইসিসি। সেই মডেল অনুযায়ী মোট রাজস্বের ৩৮.৫ শতাংশ পাবে ভারত। এছাড়া সেখানে পূর্ণ সদস্যের দেশগুলোর রাজস্ব আয় দেখানো হয়েছিল ৮৮.৮১ শতাংশ। সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ ছিল ১১.১৯ শতাংশ। নবনিযুক্ত আইসিসির চেয়ারম্যান জয় শাহর এসব ব্যাপারে অনেক কিছু করার আছে বলে মনে করেন বার্কলে। আইসিসির সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় শাহের (জয় শাহ) জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ যে তিনি তাঁর অভিজ্ঞতা ব্যবহার করে ভারতের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারেন, তবে এটাও নিশ্চিত করতে হবে যেন সেটা ভারতের অধীনে দমনমূলক না হয়ে যায়।’ এ বছরের ১ ডিসেম্বর থেকে আইসিসির প্রধানের দায়িত্ব শুরু করেছেন জয় শাহ।

বিপিএল, আইপিএল, পিএসএলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতও আয়োজন করে থাকে টি-টোয়েন্টি লিগ। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগের ঠাসা সূচিতে ক্রিকেটাররা দম ফেলার সুযোগ পান না। বার্কলে বলেন,‘এটা খেলাটির জন্য ভালো কিছু নয়। একটা জগাখিচুড়ি অবস্থা এখানে। ক্যালেন্ডারে ঠাসাঠাসি অবস্থা যে সবাই নিজের স্বার্থ দেখে। তাতে এসব কিছু ছেড়েও দেওয়া যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত